● 'International Day Of Girl Child' পালিত হয় প্রতিবছর ১১ অক্টোবর তারিখে।
- এ'বছরের থিম - 'Digital Generation, Our Generation'
- UN জেনারেল অ্যাসেম্বলি ২০১২ সালে ১১ অক্টোবর তারিখ কে নির্বাচিত করে।
● সম্প্রতি GI Tag পেল কেরালার কুত্তিয়াটুর আম এবং এডায়ুব লঙ্কা।
● সম্প্রতি প্রয়াত হলেন ইরানের প্রথম রাস্ট্রপতি Abolhassan Banisadr.
- তিনি ১৯৮০ সালে রাস্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন।
●জাতীয় অবকাঠামো তৈরী তে 'PM Gati Shakti' চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
●তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত হলেন সতীশ চন্দ্র শর্মা।
- বর্তমানে তিনি কর্নাটক হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে কাজ করছিলেন।
●আন্তর্জাতিক G-20 কনফারেন্সে উদ্বোধনী বক্তব্য রাখবেন কেন্দ্রীয় মন্ত্রী পিযুষ গোয়েল।
●'All India Official Language, Scientific And Technical' সেমিনার আয়োজন করল DRDO ( Defence Research and Development Organization)
- DRDO চেয়ারম্যান - ড: জি. সতীশ রেড্ডি
- হেডকোয়ার্টার - দিল্লী।
- তৈরী হয়েছিল - ১৯৫৮ সালে।
●বঙ্গোপোসাগরে ভারত,অস্ট্রেলিয়া ও জাপানের নৌবাহিনীর মধ্যে 'Malabar Exercise 2021' এর দ্বিতীয় ফেজ অনুষ্টিত হবে।
●'The Custodian Of Trust' নতুন বইটি লেখক হলেন - প্রাক্তন SBI এর চেয়ারম্যান Ranjish Kumar.
● ২০২১ অর্থনীতি বিষয়ে নোবেল প্রাইজ পেলেন David Crad, Joshua D. Angrist এবং Guido W. lambens.
● সম্প্রতি মোবাইল বেসড 'E-Voting ' সিস্টেম পরীক্ষা করল তেলেঙ্গানা রাজ্য ইলেকশন কমিশন।
● 'পরিস্কার, স্বাস্থ্যসম্মত পরিবেশ সমস্ত মানুষের অধিকার' ঘোষনা করল ইউনাইটেড নেশন।
Topic: Current Affairs In Bengali For Job Preparation.