◾কাদম্বরী গ্রন্থটির রচয়িতা কে - বানভট্ট।
◾আর্যদের প্রাচীনতম গ্রন্থ কোনটি - ঋকবেদ।
◾রামচরিত এর রচয়িতা কে - সন্ধ্যাকর নন্দী।
◾তালিকোটার যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয় - ১৫৬৫।
◾আকবরনামা কার লেখা - আবুল ফজল।
◾কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠাতা কে - ওয়ারেন হেস্টিংস।
◾ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় - বোম্বাই।
◾সীমান্ত গান্ধী নামে কে পরিচিত - খান আবদুল গফফর খান।
◾হর্ষবর্ধনের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারতে এসেছিলেন - হিউয়েন সাঙ।
◾আমির খসরু কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন - সেতার।
◾এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা করেন কে - উইলিয়াম জোন্স।
◾অপালা, লোপামুদ্রা , গার্গী - এই তিন বিদূষী মহিলা কে ছিলেন - বৈদিক যুগে।
◾কোন গুপ্ত রাজ্য পশ্চিম ভারতের শক শাসনের অবসান ঘটান- দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
◾মহাবলীপুরমের রথ আকারবিশিষ্ট মন্দিরগুলো নির্মিত হয়েছিল কবে - পল্লব রাজাদের আমলে।
◾গীতগোবিন্দ রচয়িতা জয়দেব বাংলার কোন রাজার সভাকবি ছিলেন - লক্ষণ সেন।
◾কার রাজত্বকালে ফতেপুর সিকরি নির্মিত হয়েছিল - আকবর।
◾শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে - গুরু নানক।
◾ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন - উমেশচন্দ্র ব্যানার্জি।
◾ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কবে - ১৯১১ সালে।
◾ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন - অ্যানি বেসান্ত।
Topic: History GK, WBPSC Preparation, WBPSC History GK Solve, Job Preparation