◾World Liver Day পালিত হয় প্রতি বছর ১৯ এপ্রিল তারিখে।
◾সম্প্রতি Green Hydrogen Project এর জন্যে হিমাচলপ্রদেশ সরকার MoU স্বাক্ষর করল NHPC এর সাথে।
- NHPC এর সদরদপ্তর- ফরিদাবাদ।
- চেয়ারম্যান ও MD - অভয় কুমার সিং।
- প্রতিষ্টিত - ১৯৭৫।
◾ভারতীয় সেনাবাহিনীর প্রধান পদে নিযুক্ত হলেন লেফটেন্যান্ট মনোজ পান্ডে।
◾'The Boy Who Wrote Constitution' নতুন প্রকাশিত বইটির লেখক রাজেশ তালওয়ার।
◾সম্প্রতি প্রয়াত প্রফুল্ল কর কোন ভাষায় বিখ্যাত সঙ্গীত শিল্পী - ওড়িশা।
◾40th 'Hunar Haat 2022' ফোরাম আয়োজন করল মুম্বাই।
◾'Hear Yourself : How to Find Peace in a Noisy World' নতুন প্রকাশিত বইটির লেখক হলেন Prem Rawat.
- বইটি বর্তমানে ৫ টি ভাষায় ৫৮ টি দেশে প্রকাশ পেয়েছে।
◾Air India Asset Holding এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন বিক্রম দেব।
◾Danish Open Swimming 2022 প্রতিযোগিতায় সোনা জিতল Sajan Prakash.
◾জাতীয় পুরুষ হকি চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা ২০২২ জিতল হরিয়ানা।
- হরিয়ানার রাজধানী - চন্ডীগড়।
- রাজ্যপাল - Bandaru Dattatreya
- মুখ্যমন্ত্রী- মনোহর লাল খাট্টার।
- রাজ্য পশু - Black Buck.