◾৩ মে ভারতে পরশুরাম জয়ন্তী পালন করা হয়।
◾প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন তরুণ কাপুর।
◾JioSaavan এর নতুন CEO হলেন Sahas Malhotra.
◾সম্প্রতি কেন্দ্র সরকার লঞ্চ করল E-Commerce প্লার্টফর্ম ONDC ( Open Network For Digital Commerce)
◾সম্প্রতি সংবাদ শিরোনামে আসা 'GAGAN' হল Satellite Based Landing Procedure সিস্টেম।
◾সম্প্রতি প্রকাশিত Paramardham বইটির লেখক হলেন KRBHAN Chakravarthi.
◾'Leaders, Politicians, Citizens' নতুন প্রকাশিত বইটি লিখেছেন Rasheed Kidwai.
◾শনির উপগ্রহ 'টাইটান' এ পৃথিবীর মতো সাদৃশ্য খুঁজে পেলো বৈজ্ঞানিকরা।
◾Monitory Policy Committee'র ex-officio সদস্য হিসেবে নিযুক্ত হলেন রাজীব রঞ্জন।
◾দ্বিতীয় Khelo Masters Games এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় ক্রিড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর।
◾প্রথম বারের মতো Kerela Olympic Games শুরু হলো তিরুভন্তপুরমে।
◾'Whitley Gold Award 2022' পেলেন স্নো লিউপার্ড সংরক্ষক 'চারুদত্ত মিশ্রা'।