ভারত ও অস্ট্রেলিয়া সামরিক মহড়া AUSINDEX 2021- সম্পর্কে জানুন

সম্প্রতি ভারতের নৌ বাহিনী ও রয়াল অস্ট্রেলিয়া নৌবাহিনীর মধ্যে সামুদ্রিক মহড়া AUSINDEX 2021 অনুষ্ঠিত হলো। যেটি দুটি দেশের আন্ত অপারেশন যোগ্যতাকে আরো শক্তিশালী করবে।

  • এটি সমুদ্র নিরাপত্তা অভিযানের পদ্ধতি সম্পর্কে সাধারণ যে পারস্পরিক বোঝাপড়া সেটি বিকাশে সাহায্য করবে।
  • AUSINDEX Maritime সামুদ্রিক মহড়া ভারত-অস্ট্রেলিয়ার নৌবাহিনী বিকল্প ভাবে পরিচালিত হয়ে থাকে
  • এটি চতুর্থ সংস্করণ।
  • 2015 সালে প্রথম ভারত ও অস্ট্রেলিয়ার নৌ বাহিনী এই দ্বিপাক্ষিক সামরিক মহড়া শুরু করে। 2015 সালে তৃতীয় সংস্করণ অনুষ্ঠিত হয়েছিল বঙ্গোপসাগরে।

গুরুত্ব :

AUSINDEX  নৌ মহড়া, সামুদ্রিক অনুশীলন ভারতের সাথে 'উচ্চমানের যুদ্ধ প্রশিক্ষণ' ও পরিচালনার ক্ষমতা প্রদর্শনের সুযোগ প্রদান করে।এটি অষ্ট্রেলিয়ান নৌবাহিনী সামরিক সক্ষমতা একটি পরিসীমা প্রদর্শন করে থাকে।