কোনটি কার সূত্র - জেনারেল সায়েন্সের গুরুত্বপূর্ন প্রশ্নোত্তোর

WBCS, WBPSC, WBP, RRB Group D, NTPC, ICDS, WBSSC সহ বিভিন্ন পরীক্ষার প্রস্তুতির ( Job Preparation) জন্যে জেনারেল সায়েন্সের এই বিভাগটি অতি গুরুত্বপূর্ন।  

সূত্রের নাম 
 বিজ্ঞানীর নাম
গ্রহের গতি বিষয়ক সূত্র
 কেপলার।
আপেক্ষিকতাবাদ সূত্র, আলোক তড়িৎ সমীকরন 
আইনস্টাইন।
ডপলার এফেক্টস
 ক্রিশ্চিয়ান ডপলার
তেজস্ক্রিয়তার সূত্র
 মাদাম কুরী।
রমন এফেক্টস 
 সি.ভি. রমন।
বিবর্তনবাদের সূত্র 
চার্লস ডারউইন।
 বংশগতির সূত্র 
মেন্ডেল।
 প্রতিসরনের সূত্র 
বিজ্ঞানী স্মেল। 
তড়িৎ দিয়ে চুম্বক উৎপাদনের সূত্র 
 মাইকেল ফ্যারাডে।
গ্যাসের চাপের সূত্র ( তাপমাত্রা স্থির) 
 বয়েল।
তাপগতিবিদ্যার সূত্র 
ক্লসিয়াম।
গ্যাসের চাপের সূত্র (চাপ স্থির)
 চার্লস।
বস্তুর সরলরেখা গতি সংক্রান্ত ও মধ্যাকর্ষন সূত্র 
 নিউটন।
পদার্থের স্থিতিস্থাপকতার সূত্র 
 হুক।
পদার্থের ভাসনশীলতার সূত্র,  লিভারের সূত্র 
আর্কিমিডিস। 
 তরল ও গ্যাসীয় পদার্থের উপর চাপের সূত্র 
বারনৌল্লি।
পদার্থের আভ্যন্তরীন ধর্মের সূত্র 
গ্যালিলিও।