ডেইলি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স - ১০ অক্টোবর ২০২১

 ১। World Mental Health Day পালিত হল ১০ অক্টোবর তারিখে।

২। 'Misson Kavach Kundal' স্কিম লঞ্চ করল মহারাস্ট্র সরকার। এটি কোভিড -১৯ টিকাকরন সম্পর্কিত।

৩।'Satate Of Education Report' প্রকাশ করল UNESCO, যেটি 'No Teacher, No Class' নামে পরিচিত।

৪।বাজেটে ঘোষিত 'MITRA' স্কিম কোন সেক্টরের সাথে সম্পর্কিত - বস্ত্র।

৫।সম্প্রতি GI Tag পেলে 'মিহিদানা', যেটি পশ্চিমবঙ্গের একটি মিষ্টি খাবার।

৬। FIH Hokey Star Awards 2021  পেল ভারতের হকি টিম।

৭। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হলেন প্রকাশ শ্রীবাস্তব।

৮।সম্প্রতি বিজ্ঞান-প্রযুক্তি, জলবায়ু, উৎকর্ষ বৃদ্ধি নিয়ে ডেনমার্কের সাথে ৪ টি চুক্তি স্বাক্ষর করল ভারত।

৯।পেরুতে জুনিয়র শুটিং চ্যাম্পিয়নশিপে ২ টি রুপো জিতল বাংলার আয়ুষি পোদ্দার।

১০। নোবেল শান্তি পুরস্কার ২০২১ পেলেন রাশিয়ার Dmitry Muratov এবং ফিলিপাইনের Maria Ressa.

Topic : Bengali Current Affairs For WBCS, WBPSC, WBP constable, Sub Inspector, And Others Competitive Exam.