১। 'World Postal Day' পালিত হল ৯ অক্টোবর তারিখ। এবছরের থিম হল - 'Innovate to Recover'.
২। সম্প্রতি আয়ুর্বেদ ক্ষেত্রে মেডিসিন সিস্টেম সহয়তায় ক্রোয়েশিয়ার সাথে চুক্তি স্বাক্ষর করল ভারত।
৩। সম্প্রতি ভারতের প্রথম 'Card-On- File' টোকেন সার্ভিস চালু করল Visa.
৪। কেন্দ্র ও রাজ্য সরকারের সাধরন ব্যাঙ্কিং ব্যবসা করার জন্যে 'এজেন্সি ব্যাঙ্ক' হিসেবে 'Dhana Laxmi' ব্যাঙ্ক কে তালিকাভুক্ত করল RBI.
৫। গুয়েনার অন্তবর্তী কালীন রাস্ট্রপতি নির্বাচিত হলেন Col Mamady Doumbouya.
৬।ভারত ও UK এর মধ্যে মিলিটারি এক্সারসাইজ 'Ajeta Warrior 2021' অনুষ্টিত হবে উত্তরাখন্ডে।
৭। কলকাতায় 'MyPortApp' লঞ্চ করল কেন্দ্রীয় জাহাজ ও বন্দর মন্ত্রী Sarbanand Sonowal.
৮। প্রথম ভারতীয় মহিলা হিসেবে হরিয়ানার Anshu Malik রুপোর পদক জিতলেন 'World Wrestling Championship 2021' প্রতিযোগিতায়।
৯। ভারতের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি করলেন Smriti Mandana.
১০। 'World Wrestling Championship 2021' জিতলেন Helen Lousie Maroulis.
১১। 'Fire Boltt' এর ব্রান্ড অ্যাম্বাসাডার হলেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি।