ডেইলি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স - ১৩ অক্টোবর ২০২১

 ◾বিশ্বের প্রথম চালক বিহীন ট্রেন চালু হল জার্মানির হামবুর্গে।

  • ট্রেনটি তৈরী করেছে জার্মানির Deutsche Bahn গ্রুপ ও জার্মান ইঞ্জিনিয়ারিং কোম্পানী Siemens.
  • Deutsche Bahn এর CEO - Rechard Lutz.

International Day For Natural Disaster Reduction - পালিত হয় প্রতিবছর ১৩ অক্টোবর তারিখে।

◾'লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাওয়ার্ড ২০২১' পেলেন AIIMS এর ডিরেক্টর ডা: রনদীপ গুলেরিয়া।

◾সম্প্রতি ট্রেন সার্ভিসের জন্যে নেপালের সাথে চুক্তি করল ভারত।

  • নেপালের রাজধানী - কাঠমুন্ডু
  • রাস্ট্রপতি - Bidhya Devi Bhandari
  • প্রধানমন্ত্রী- Sher Bahadur Deuba
  • মুদ্রা- Nepalese Rupee

◾ভারতীয় বাহিনী আয়োজন করছে Exercise 'MILAN 2021'. মোট ৪৬ টি দেশ এই মহড়ায় অংশগ্রহন করবে।

  • এটি দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক নৌ মহড়া
  • এটি শুরু হয়েছিল ১৯৯৫ সালে।
  • এ'বছর এটি বিশাখাপত্তানমে অনুষ্টিত হবে।
  • নৌবাহিনীর সদরদপ্তর - নতুন দিল্লি
  • নৌবাহিনীর প্রধান - করমবীর সিং।
  • চিফ অফ ডিফেন্স স্টাফ - জেনারেল বিপিন রাওয়াত।

ISSF ( International Shooting Sport Federation) জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ২০২১ প্রতিযোগিতায় সবথেকে বেশী পদক পেল ভারত ( ৪৩ টি)।

  • ISSF এর সদর দপ্তর - মিউনিখ, জার্মানি
  • সভাপতি - Vladimir Lisin

FIFA - U17 মহিলা বিশ্বকাপ ২০২২ এর ম্যাসকট হল 'IBHA'. এটি হল একটি সাহসী ' সিংহী' যেটি 'নারী শক্তি' কে প্রদর্শন করে।

  • FIFA এর সভাপতি - Gianni Infantio
  • সদরদপ্তর- জুরিখ, সু্ইজারল্যান্ড

◾সম্প্রতি সোলার সিস্টেমের বাইরে থেকে রেডিও সিগন্যাল পেল  বিশ্বের বড় রেডিও টেলিস্কোপ 'LOFAR' , যেটি নেদারল্যান্ডে অবস্থিত। 

◾প্রয়াত হলেন বিখ্যাত কানাড়া অভিনেতা Sathyajith.

'Desh Ke Mentor' প্রোগ্রাম সম্প্রতি কোন রাজ্য সরকার দ্বারা লঞ্চ হল - দিল্লি।

◾ ডুরান্ড কাপ ২০২১ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল FC Goa.

Topic: Bengali Current Affairs, Sports Current Affairs, International Current Affairs, National Current Affairs