বিশ্বের প্রথম অটোমেটেড, চালক বিহীন ট্রেন লঞ্চ হল জার্মানির হামবুর্গে। এই বিশেষ ট্রেন টি তৈরী করেছে জার্মানির Deutsche Bahn গ্রুপ এবং জার্মান ইঞ্জিনিয়ারিং কোম্পানী Siemens. জার্মানির উত্তরাঞ্চল শহরের রেল নেটওয়ার্কের সাথে চালক বিহীন ট্রেনটি কে যুক্ত করা হবে।
আরও তথ্য :
- ট্রেনটি সম্পুর্ন সয়ংক্রিয় এবং আধুনিক ডিজিটাল প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত হবে।
- ২০২১ সালের ডিসেম্বর থেকে ট্রেন টি যাত্রী ও বহন করবে।
- Deutsche গ্রুপ এটিকে, প্রচলিত ট্রেনের থেকে বেশি সময় নিষ্ঠ ও এনার্জি - সাশ্রয়ী বলে মনে করছে।
- Deutsche Group এর CEO - Richard Lutz