ডেইলি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স - ১৪ অক্টোবর ২০২১

 ◾'World Standards Day 2021' পালিত হল ১৪ অক্টোবর।

  • এ'বছরের থিম - ‘Standards for Sustainable Development Goals- a shared vision for a better future.'
  • প্রথম পালিত হয় - ১৯৭০ সালে।

◾সম্প্রতি পশ্চিমবঙ্গ, পাঞ্জাব ও আসামে - এই তিনটি রাজ্যে BSF নিয়ন্ত্রনাধীন এলাকা ১৫ কিমি থেকে বাড়িয়ে ৫০ কিমি করা হল।

  • পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী - মমতা ব্যানার্জী।
  • পাঞ্জাবের মুখ্যমন্ত্রী - চরনজিৎ সিং চান্নি।
  • আসামের মুখ্যমন্ত্রী- ড: হিমন্ত বিশ্ব শর্মা।

Henley Passport Index 2021 অনুসারে জাপানের পাসপোর্ট সবথেকে বেশি শক্তিশালী।

Henley Passport Index 2021 তালিকায় ভারতের স্থান হল ৯০ তম।

Renewable Energy Country Attractiveness Index 2021 তালিকায় প্রথম স্থান পেল - আমেরিকা।

  • ভারতের স্থান - তৃতীয়।

◾সম্প্রতি BSF নিয়ন্ত্রনাধীন এলাকা  ৫০ কিমি থেকে ৩০ কিমি করা হল গুজরাট রাজ্যে।

  • গুজরাটের মুখ্যমন্ত্রী -ভুপেন্দ্রভাই প্যাটেল
  • রাজ্যপাল - আচার্য দেবরাট।

◾সম্প্রতি ফ্রান্সের থেকে নতুন তিনটি রাফায়েল বিমান কিনল ভারত।

  • ফ্রান্সের রাস্ট্রপতি - Emmanuel Macron.

◾সম্প্রতি 'Operation Satark' নামে পুলিশি টহল অভিযান শুরু করল দিল্লি সরকার।

◾সম্প্রতি ব্রাজিলিয়ান তারকা পেলের আন্তর্জাতিক গোলের রেকর্ড তে পিছনে ফেলে দিলেন ভারতের ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রী। তার গোল সংখ্যা ৭৯ টি। 

  • এক নম্বরে আছেন ক্রিশ্চিয়ান রোনাল্ড - ১১৫ টি
  • মেসির গোল সংখ্যা - ৮০ টি।

Topic : Daily Bengali Current Affairs, WBCS CA, WBP, WBSSC Current Affairs.