◾'World Standards Day 2021' পালিত হল ১৪ অক্টোবর।
- এ'বছরের থিম - ‘Standards for Sustainable Development Goals- a shared vision for a better future.'
- প্রথম পালিত হয় - ১৯৭০ সালে।
◾সম্প্রতি পশ্চিমবঙ্গ, পাঞ্জাব ও আসামে - এই তিনটি রাজ্যে BSF নিয়ন্ত্রনাধীন এলাকা ১৫ কিমি থেকে বাড়িয়ে ৫০ কিমি করা হল।
- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী - মমতা ব্যানার্জী।
- পাঞ্জাবের মুখ্যমন্ত্রী - চরনজিৎ সিং চান্নি।
- আসামের মুখ্যমন্ত্রী- ড: হিমন্ত বিশ্ব শর্মা।
◾Henley Passport Index 2021 অনুসারে জাপানের পাসপোর্ট সবথেকে বেশি শক্তিশালী।
◾Henley Passport Index 2021 তালিকায় ভারতের স্থান হল ৯০ তম।
◾Renewable Energy Country Attractiveness Index 2021 তালিকায় প্রথম স্থান পেল - আমেরিকা।
- ভারতের স্থান - তৃতীয়।
◾সম্প্রতি BSF নিয়ন্ত্রনাধীন এলাকা ৫০ কিমি থেকে ৩০ কিমি করা হল গুজরাট রাজ্যে।
- গুজরাটের মুখ্যমন্ত্রী -ভুপেন্দ্রভাই প্যাটেল
- রাজ্যপাল - আচার্য দেবরাট।
◾সম্প্রতি ফ্রান্সের থেকে নতুন তিনটি রাফায়েল বিমান কিনল ভারত।
- ফ্রান্সের রাস্ট্রপতি - Emmanuel Macron.
◾সম্প্রতি 'Operation Satark' নামে পুলিশি টহল অভিযান শুরু করল দিল্লি সরকার।
◾সম্প্রতি ব্রাজিলিয়ান তারকা পেলের আন্তর্জাতিক গোলের রেকর্ড তে পিছনে ফেলে দিলেন ভারতের ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রী। তার গোল সংখ্যা ৭৯ টি।
- এক নম্বরে আছেন ক্রিশ্চিয়ান রোনাল্ড - ১১৫ টি
- মেসির গোল সংখ্যা - ৮০ টি।
Topic : Daily Bengali Current Affairs, WBCS CA, WBP, WBSSC Current Affairs.