◾ টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ কোথায় অনুষ্ঠিত হবে - সংযুক্ত আরব আমিরশাহী এবং ওমান।
◾ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ প্রতিযোগিতায় কয়টি দল অংশগ্রহণ করেছে - ১৬ টি।
◾ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ প্রতিযোগিতায় নতুন কোন দেশ অংশগ্রহণ করছে - পাপুয়া নিউগিনি।
◾ কোন দেশ ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের জন্য নির্বাচিত হয়েছিল - ভারত।
◾ টি-টোয়েন্টি ২০২১ বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টর হিসেবে যুক্ত হলেন কোন ক্রিকেটার- মহেন্দ্র সিং ধোনি।
◾ ICC টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ কোন স্টেডিয়ামে খেলা হবে - দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম।
◾ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ কততম এডিশন - ৭ তম।
◾ কোন দেশে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল - দক্ষিণ আফ্রিকা।
◾ কোন দেশ সব থেকে বেশি বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে - ওয়েস্ট ইন্ডিজ (২ বার)
◾ কোন দেশ প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল - ভারত।
◾ টি-টোয়েন্টি বিশ্বকাপের সব থেকে বেশি রান সংগ্রহকারী ক্রিকেটার কে - মাহেলা জয়াবর্ধনে। ( ১০১৬ রান)
◾ টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনো অবধি সবথেকে বেশি উইকেট কোন ক্রিকেটার পেয়েছেন - শাহিদ আফ্রিদি ( ৩৯ টি)।
Topic : T 20 World Cup 2021 GK Question With Answer, Sports Current Affairs.