◾'World Student Day' পালিত হয় প্রতিবছর ১৫ অক্টোবর তারিখে।
- A.P.J আব্দুল কালামের জন্মদিনে এটি পালন করা হয়।
◾প্রতিবছর ১৫ অক্টোবর তারিখে পালিত হয় 'Global Hand washing Day'.
◾' Global Hunger Index 2021' তালিকায় ভারতের স্থান ১০১। মোট ১১৬ টি দেশের মিলিয়ে রিপোর্ট করা হয়।
◾সম্প্রতি প্রয়াগরাজ থেকে 'Clean India Programme' লঞ্চ করল কেন্দ্রীয় যুব কল্যান মন্ত্রী অনুরাগ ঠাকুর।
◾সম্প্রতি শিরোনামে আসা, 'Meningits' শব্দটি রোগ সম্পর্কিত। ২০৩০ এর মধ্যে এটি নির্মুলের জন্যে পরিকল্পনা গ্রহন করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO.
- WHO এর সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড
- ডিরেক্টর জেনারেল - Dr Tedors Adhanom Ghebreyesus.
- প্রতিষ্ঠিতত - ১৯৪৮।
◾সম্প্রতি সার্বিয়ায় '60th NAM Meeting 2021' এ অংশগ্রহন করলেন কেন্দ্রীয় মন্ত্রী Meenakashi Lekhi.
- সার্বিয়ার রাজধানী - বেলগ্রেড
- মুদ্রা - দিনার।
- প্রধানমন্ত্রী - অ্যানা বার্নাবিক।
◾'PETA India Award 2021' পেলেন মেঘালয়ের জেমস সাংমা।
◾'Women's Asia Cup 2021' এর ট্যাগলাইন 'Our Goal For All' প্রকাশ করল এশিয়ান ফুটবল কনফেডারেশন ( AFC)।
- AFC এর সভাপতি - Shaikh Salman bin Ebrahim Al Khalifa.
- সদরদপ্তর - কুয়ালালামপুর, মালয়েশিয়া।
- প্রতিষ্টিত - ১৯৫৪।
◾সম্প্রতি কোন মহিলা ভারতের ২১ তম গ্রান্ড মাস্টার সন্মান পেল - দিব্যা দেশমুখ।
◾সম্প্রতি শিরোনামে আসা 'Moscow Format Meeting' কোন দেশ সম্পর্কিত - আফগানিস্তান।
Topic : Daily Bengali Current Affairs, WBCS CA, WBP, WBSSC Current Affairs, Job Preparation, General Knowledge.