◾ভারতের প্রথম মহিলা বিচারপতি নিয়োগ হয় – হিমাচল হাইকোর্টে
◾পরিকল্পনা কমিশন গঠিত হয় – 1950 সালে
◾পঞ্চবার্ষিকী পরিকল্পনার কথা প্রথম ভাবেন – জওহর লাল নেহেরু
◾মৌলিক অধিকার প্রয়োগ করতে পারে – সুপ্রিম কোর্ট
◾জম্মু-কাশ্মীরের বিধান সভার সময়কাল – 6 বছর
◾সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় – 44 তম সংবিধান সংশোধনীতে
◾কম্পট্রলার বা অডিটর জেনারেল নিয়োগ করেন – রাষ্ট্রপতি
◾বিচারব্যবস্থাকে প্রশাসনের থেকে আলাদা করা হয়েছে -50 তম নির্দেশাত্মক নীতিতে
◾সাংসদ না হয়েও সংসদকে সম্বোধন করার অধিকার থাকে – অ্যাটর্নি জেনারেলের
◾অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হয় – 76 এর 1 নম্বর ধারায়
◾রাষ্ট্রপতি সংসদের দুই কক্ষে সর্বমোট – 14 জন সদস্য নিয়োগ করতে পারে
◾কোন ব্যক্তি মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগে ব্যক্তিগতভাবে সুপ্রিমকোর্টের কাছে বিচার চাইতে পারে – সংবিধানের 32 নম্বর ধারা অনুযায়ী
◾ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারণা নেওয়া হয়েছে – আমেরিকা থেকে
◾ রাজ্য বিধানসভার মঞ্জুরি ছাড়া রাজ্যপাল কোন অর্ডিন্যান্স জারি করলে তার মেয়াদ হয় – 6 সপ্তাহ
◾ রাজ্যের মূল প্রশাসনিক ক্ষমতা ভোগ করেন – মুখ্যমন্ত্রী
◾Suffrage এর অর্থ হল -ভোট দানের ক্ষমতা
◾হাইকোর্টের বিচারপতিদের মেয়াদ শেষের আগে অপসারণ করতে পারে – রাষ্ট্রপতি, সংসদের উভয় কক্ষের সম্মতিক্রমে
◾ সংখ্যালঘুদের সার্থ সুরক্ষিত করতে প্রয়োজনীয় ধারা হল – 29 নম্বর ধারা
◾সুপ্রিমকোর্টের সর্বাধিক সংখ্যক বিচারপতি – 31 জন
◾ভারতের নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন – রাষ্ট্রপতি
Tag : Job Preparation App, Daily Bengali GK App, GK for Competitive Exam.