◾'World Food Day' পালিত হয় প্রতিবছর ১৬ অক্টোবর তারিখে।
◾সম্প্রতি ভারতে প্রথম 'One Health' কনসোর্টিয়াম চালু করল Department Of Bio Technology.
◾সম্প্রতি 'Global Financial Stability Report 2021' প্রকাশ করল কোন সংস্থা - IMF ( International Monetary Fund).
- IMF এর সদর দপ্তর - ওয়াশিংটন
- প্রতিষ্টিত - ১৯৪৪
- ম্যানেজিং ডিরেক্টর - Kristalina Georgieva.
◾Axis Bank এর MD এবং CEO নির্বাচিত হলেন অমিতাভ চৌধুরী।
- Axis Bank এর সদর দপ্তর - মুম্বাই।
- এটি ৩য় বৃহত্তম প্রাইভেট ব্যাঙ্ক।
◾IBA ( Indian Bank Association) এর চেয়ারম্যান নির্বাচিত হলেন A K Goel.
- A K Goel বর্তমানে UCO Bank এর MD & CEO
- IBA এর চিফ এক্সিকিউটিভ - সুনীল মেহেতা
- সরদ দপ্তর - মুম্বাই
- প্রতিষ্টিত - ১৯৪৬।
◾সম্প্রতি শিরোনামে আসা 'One Web Satellite' সংস্থা ৩৬ টি স্যাটেলাইট লঞ্চ করল রাশিয়ার Vostochny Cosmodrome থেকে।
- OneWeb এর চেয়ারম্যান - সুনীল ভারতী মিত্তাল।
- CEO - Neil Masterson
- সদরদপ্তর - লন্ডন।
◾সম্প্রতি 'Chief Minister's Health For All' প্রকল্প লঞ্চ করল মনিপুর সরকার।
- মুখ্যমন্ত্রী - Nongthombam Biren Singh
- রাজধানী - ইম্ফল
- নৃত্য - Raas Leela, Pung Cholom, Luivat Pheizak
◾IBBI এর চেয়ারপার্সন নির্বাচিত হলেন Navrang Saini.
◾NASA - SpaceX এর পরবর্তী মিশনের অধিনায়কত্ব করবেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী Raja Chari.
◾IPL 2021 চ্যাম্পিয়ন হল চেন্নাই সুপার কিংস। রানার্স আপ হল কলকাতা নাইট রাইডার্স।