◾IPL 2021 দ্বিতীয় ভাগ কোন দেশে আয়োজিত হয়েছে - সংযুক্ত আরব আমির শাহী।
◾IPL 2021 চ্যাম্পিয়ন হল কোন দল - চেন্নাই সুপার কিংস।
◾IPL 2021 রানার্স আপ হল কোন দল - কলকাতা নাইট রাইডার্স।
◾IPL 2021 প্রতিযোগিতায় প্লেয়ার অব দ্য সিরিজ হল কোন প্লেয়ার - হর্ষল প্যাটেল।
◾IPL 2021 - এ সবথেকে বেশী রান করল কে - ঋতুরাজ গায়কোয়াড ( ৬৩৫)।
◾IPL 2021 - এ সবথেকে বেশী উইকেট পেল কোন খেলোয়াড় - হর্ষল প্যাটেল ( ৩২ উইকেট)।
◾IPL 2021 প্রতিযোগিতায় প্লেয়ার অব দ্য সিরিজ হর্ষল প্যাটেল, কোন দলের খেলোয়াড় - রয়াল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু।
◾IPL 2021 ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেল কোন দল - রাজস্থান রয়ালস।
◾IPL 2021 সবথেকে বেশি ছক্কা মারল কোন প্লেয়ার - কে.এল. রাহুল। ( পাঞ্জাব)
◾IPL 2021 সেরা ক্যাচের পুরস্কার পেল কে - Ravi Bishnoi ( পাঞ্জাব)
◾IPL 2021 গেম চেঞ্জার অব দ্য সিজন পুরস্কার কে পেল - হর্ষল প্যাটেল।
◾IPL প্রতিযোগিতায় অরেঞ্জ ক্যাপ কাকে দেওয়া হয় - টুর্নামেন্টে সবথেকে বেশি রান করা প্রতিযোগী কে।
◾IPL প্রতিযোগিতায় পার্পল ক্যাপ কাকে দেওয়া হয় - টুর্নামেন্টে সবথেকে বেশি উইকেট পাওয়া প্রতিযোগি কে।
◾IPL 2021 প্রতিযোগিতায় সবথেকে বেশি রান ঋতুরাজ গাইকোয়াড, কোন দলের প্লেয়ার - চেন্নাই সুপার কিংস।
◾সম্প্রতি সংবাদ শিরোনামে আসা, ভেক্টটেশ আইয়ার কোন খেলার সাথে যুক্ত - ক্রিকেট।
◾চেন্নাই সুপার কিংস মোট কতবার IPL চ্যাম্পিয়ন হল - ৪ বার।
◾চেন্নাই সুপার কিংস দলের কোচের নাম কি - স্টিফেন ফ্লেমিং ( নিউজিল্যান্ড)
◾কলকাতা নাইট রাইডার্স টিমের কোচের নাম কি - ব্রান্ডন ম্যাকুলাম ( নিউজিল্যান্ড)
◾সম্প্রতি সংবাদ শিরোনামে আসা, ভেক্টটেশ আইয়ার কোন রাজ্যের ক্রিকেটার - মধ্যপ্রদেশ।
◾ঋতুরাজ গায়কোয়াড কোন রাজ্যের ক্রিকেটার - মহারাস্ট্র।
◾হর্ষল প্যাটেল কোন রাজ্যের ক্রিকেটার - হরিয়ানা।