◾'International Day For The Eradication Poverty' পালিত হয় প্রতিবছর ১৭ অক্টোবর তারিখে।
◾'World Trauma Day' পালিত হয় প্রতিবছর ১৭ অক্টোবর তারিখে।
◾প্রথম 'সোলার অবজার্ভেশন স্যাটেলাইট' লঞ্চ করল চীন।
- স্যাটেলাইট টির নাম - Xihe
- স্যাটেলাইট টি তৈরী করেছে - China Aerospace Science And Technology Corporation.
◾সম্প্রতি অটোমেটিক ফুয়েল টেকনোলজি UFill লঞ্চ করল ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড।
◾Forbes রিপোর্ট অনুসারে 'World Best Employers 2021' তালিকায় প্রথম স্থান পেল ভারতীয় কোম্পানী রিলায়েন্স ইন্ডাস্ট্রি।
◾প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার CEO নির্বাচিত হলেন Ritesh Chauhan.
◾১৭তম মিলিটারি 'Exercise Yudh Abhyas 2021' অনুষ্টিত হল ভারত ও আমেরিকার সেনাবাহিনীর মধ্যে।
◾Naval Commander Conference 2021 অনুষ্টিত হবে নতুন দিল্লিতে।
◾ 'Red Light On, Gaddi Off' প্রোগ্রাম শুরু করল দিল্লি সরকার।
◾'Know Your Postman' অ্যাপ লঞ্চ করল মুম্বাই পোস্টাল ডিপার্টমেন্ট।
- 'National Mails Day' পালিত হল ১৬ অক্টোবর।
◾ভারতীয় দলের পরবর্তী কোচ হতে চলেছে প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড়।
◾সাফ(SAAF) 2021 কাপে নেপাল কে হারিয়ে চ্যাম্পিয়ন হল ভারত।
- এটি নিয়ে মোট ৮ বার চ্যাম্পিয়ন হল ভারত।
- এবারের আয়োজক দেশ ছিল মালদ্বীপ।
- প্রতিযোগিতায় বেশি গোল করলেন - সুনীল ছেত্রী