ডেইলি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স - ১৮ অক্টোবর ২০২১

 ◾'UN Climate Change Conference 2021'  আয়োজন করেছে ইউনাইটেড কিংডম।

◾সম্প্রতি 'Shenzhou -13' স্পেসক্র্যাফ্ট লঞ্চ করল চীন।

  • রাজধানী - বেজিং
  • রাস্ট্রপতি - সি জিন পিং।
  • মুদ্রা - Renminbi

◾নরওয়ের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন Jonas Gahr.

  • রাজধানী - অসলো।
  • মুদ্রা - নরওয়েন ক্রোন।

'Ordance Directorate' এর প্রথম ডিরেক্টর জেনারেল হলেন ER Sheikh.

◾বাচ্চাদের স্বাস্থ্যবিধি বজায় রাখার বিষয়ে সচেতনতা বাড়াতে 'Healthy Smile App' লঞ্চ করল AIIMS.

  • AIIMS প্রতিষ্টিত হয় - ১৯৫৬ সালে।
  • ডিরেক্টর - রনদীপ গুলেরিয়া।

UK তে আয়োজিত 'Cambrain Patrol Exercise 2021' প্রতিযোগিতায় সোনা জিতল ভারতীয় সেনাবাহিনী।

  • ভারতীয় সেনাবাহিনীর প্রধান - MM Naravane
  • Chief Of Defence Staff - Bipin Rawat.

◾সম্প্রতি সংবাদ শিরোনামে আসা, 'Lucy Spacecraft' টি লঞ্চ করল NASA.

  • NASA সদর দপ্তর - ওয়াশিংটন।
  • প্রতিষ্টিত - ১৯৫৮ সালে।
  • অ্যাডমিনিস্ট্রেটর - Bill Nelson.

'Global TB Report 2021' প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্যসংস্থা WHO. রিপোর্ট অনুসারে TB নির্মুলে ভারতের অবস্থান সন্তোষজনক নয়। 

  • ভারতের প্রথম TB ফ্রী স্থান - লাক্ষাদ্বীপ।

World Steel Association এর চেয়ারম্যান নির্বাচিত হলেন Sajjan Jindal.

◾অস্ট্রিয়ার নতুন চ্যান্সেলর নির্বাচিত হলেন Alexander Schallenberg.

  • অস্ট্রিয়া রাজধানী - ভিয়েনা
  • মুদ্রা - ইউরো।
  • রাস্ট্রপতি - Alexander Van der Bellen.

Topic: Current Affairs in Bengali For WBCS, WBPSC, WBP, WBSSC Exam.