◾আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের 'মাউন্ট হ্যারিয়েট' শৃঙ্গের নাম পরিবর্তন করে রাখা হল 'মাউন্ট মনিপুর'।
- ১৮৯১ সালে অ্যাংলো - মনিপুরী যুদ্ধের সময় মনিপুরের মহারাজা কুলচন্দ্র সিংহ এবং ২২ মুক্তি যোদ্ধা এখানে কারাবন্দী ছিলেন।
◾কর্মসংস্থানের খবর দিতে 'Rojgar Bazaar 2.0' অ্যাপ লঞ্চ করল দিল্লি সরকার।
- মুখ্যমন্ত্রী - অরবিন্দ কেজরিওয়াল।
- রাজ্য পশু - নীলগাই।
◾NRDC ( National Research Development & Corporation) এর চেয়াম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন অমিত রাস্তোগি।
◾মহাকাশে এই প্রথম কোনো সিনেমার শুটিং করল রাশিয়া।
- সিনেমার ডিরেক্টর - Klim Shipenko
◾সম্প্রতি সংবাদ শিরোনামে আসা, 'Allium Negianum' নতুন প্রজাতির একটি উদ্ভিদ, যেটি পাওয়া যায় উত্তরা খন্ডে।
◾AMFI ( Association Of Mutual Fund) এর চেয়ারম্যান নির্বাচিত হলেন Balasubramanian.
◾সম্প্রতি ভারতের প্রথম e-fish Market অ্যাপ 'Fishwaale' লঞ্চ করল আসাম সরকার।
- মুখ্যমন্ত্রী - হিমন্ত বিশ্ব শর্মা
- রাজধানী - দিসপুর
- নদী - ব্রহ্মপুত্র, মানস, বারাক, ধানসিড়ি
◾সম্প্রতি NASA জলীয় বাষ্পের সন্ধান পেল 'ইউরোপা' তে যেটি বৃহস্পতি গ্রহের একটি উপগ্রহ।
◾'Sir Syed Ahmad Khan: Reason, Religion And Nation' প্রকাশিত নতুন বইটি লিখেছেন Shafey Kidwal.
◾'South Asian Cross Country Championship 2022' প্রতিযোগিতা অনুষ্টিত হবে Nagaland এ.
- নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী - Neiphiu Rio
- রাজধানী - কোহিমা।
- রাজ্যপাল - RN Ravi
◾ Indian Weightlifting Federation এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন Sahdev Yadav.
◾ সম্প্রতি প্রকাশ হওয়া 'Veer Savarkar : The Man Who Could Have Prevented Partition' বইটি লিখেছেন Uday Mahurkar এবং Chirayu Pandit.