◾সারাবিশ্বে World Snow Leopard Day পালিত হয় প্রতিবছর ২৩ অক্টোবর তারিখে।
- এটি ২০১৪ সালে প্রথম পালিত হয়।
◾'Azadi Ka Amrit Mahotsav' আয়োজন করল Indian Navy.
◾সম্প্রতি কোন দেশ ভারতের সিরাম ইনস্টিটিউটের তৈরী কোভিশিল্ড ভ্যাকসিন কে মান্যতা দিল - পোল্যান্ড।
- সিরাম ইনস্টিটিউটের CEO - Adar Poonawalla
- প্রতিষ্টতা- Cyrus S. Poonawalla
- প্রতিষ্টিত - ১৯৯৬
◾জয়নগর - কুর্থা ক্রস বর্ডার রেল সংযুক্তিকরন কোন দেশ সম্পর্কিত - ভারত ও নেপাল।
◾সম্প্রতি সংবাদ শিরোনামে আসা 'Jashn-e-Zafraan' কোন রাজ্যে উদ্বোধন হল - জন্মুও কাশ্মীর।
- উদ্বোধন করলেন - লেফটেন্যান্ট গভর্নর জেনারেল মনোজ সিনহা।
◾Indian Broadcasting & Digital Foundation এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন K Madhavan.
◾সম্প্রতি সংবাদ শিরোনামে আসা 'P-18' হল একটি অ্যান্টি সাবমেরিন এয়ারক্রাফ্ট।
- Indian Navy সদরদপ্তর- নতুন দিল্লি।
- নৌবাহিনীর প্রধান - অ্যাডমিরাল করমবীর সিং।
- ডিফেন্স বাহিনীর প্রধান- জেনারেল বিপিন রাওয়াত।
◾World Justice Project Rule Of Law Index 2021 তালিকায় ভারতের স্থান ৭৯।
- প্রথম স্থানে আছে - ডেনমার্ক।
◾Kittur Rani Chennamma Jayanthi কোন রাজ্যে পালিত হল - কর্নাটক।
◾সম্প্রতি সংবাদ শিরোনামে আসা 'ABHYAS' হল ভারতীয় DRDO এর তৈরী সয়ংক্রিয় এয়ারক্রাফ্ট।
◾সম্প্রতি দেশে প্রথম সরাসরি আন্তর্জাতিক বিমান উদ্বধোন হল কোথায় - শ্রীনগরে।
- এটি উদ্বোধন করলেন- স্বরাস্ট্র মন্ত্রী অমিত শাহ।
- এটি শ্রীনগর to শারজা আন্তর্জাতিক বিমান।
Topic: WBCS,WBPSC,WBSSC,WBP Current Affairs