ডেইলি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স - ২২ অক্টোবর ২০২১

 ◾International Stuttering Awareness Day 2021 পালিত হল ২২ অক্টোবর তারিখে।

  • এবছরের থিম- 'Speak the Change You Wish to See.'
  • প্রথম পালিত হয় - ১৯৯৮ সালে।

◾সম্প্রতি ভারতে এলেন  Elizabeth Truss, ইনি কোন দেশের বিদেশ মন্ত্রী - ইংল্যন্ড।

  • ইংল্যান্ড এর রাজধানী - লন্ডন।
  • প্রধানমন্ত্রী - বরিস জনসন।

◾সম্প্রতি সংবাদ শিরোনামে, এক দশকে সবথেকে বেশী আপেল সংগ্রহ করেছে কোন রাজ্য - হিমাচল প্রদেশ।

'Aadhaar Hackathon 2021' আয়োজন করেছে UIDAI ( Unique Identification Authority Of India)

  • UIDAI এর সদর দপ্তর - নতুন দিল্লি
  • প্রতিষ্টিত - ২০০৯ সালে।

◾বিশ্বের প্রথম সিনেমা 'The Challenge' যেটি মহাকাশে শুটিং করা হয়েছে।

  • এটি রাশিয়ান সিনেমা।
  • ডিরেক্টর - Klim Shipenko

◾চায়না কে হারিয়ে ব্যাটমিন্টনে 'থমাস কাপ ২০২১' জিতল ইন্দোনেশিয়া।

◾সম্প্রতি প্রয়াত হলেন শ্রীলঙ্কার প্রথম টেস্ট অধিনায়ক Bandula Warnapurna.

◾বার্বাডোস এর প্রথম রাস্ট্রপতি নির্বাচিত হলেন Sandra Mason.

  • রাজধানী - ব্রিজটাউন
  • মুদ্রা- বার্বাডোস ডলার।

◾সম্প্রতি নতুন প্রজাতির শামুক পাওয়া গেল মেঘালয়ে।

  • রাজ্যের পূর্বের খাসি পাহাড়ে এটি আবৃষ্কিত হয়।
  • এর বৈজ্ঞানিক নাম - Georisaa Mawsmaiensis.

◾গোয়াতে অনুষ্টিত International Film Festival এ  সত্যজিৎ রয় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ২০২১ পেল প্রখ্যাত পরিচালক Martine Scorsese ও Istvan Szabo.

  • Martine Scorsese হলেন আমেরিকার সিনেমা পরিচালক।
  • Istvan Szabo - হাঙ্গেরিয়ান পরিচালক।

◾রাজ্যে ২ টি নতুন পুরসভা গঠিত হল - ময়নাগুড়ি ও ফালাকাটা।
  • রাজ্যে বর্তমান মোট পুরসভার সংখ্যা দাঁড়ালো ১২৭ টি।
Topic : Current Affairs, Job Preparation, Competitive Exam