◾World Day For Audiovisual Heritage 2021 পালিত হয় প্রতিবছর ২৭ অক্টোবর তারিখে।
◾ভারতীয় বংশোদ্ভূত Anita Anand কানাডার স্বরাস্ট্র মন্ত্রী পদে নিযুক্ত হলেন।
- কানাডার প্রধানমন্ত্রী - জাস্টিন ট্রুডো।
- রাজধানী - Ottawa.
◾বিশ্বের সবথেকে ধনীব্যক্তির তালিকায় প্রথম স্থান পেলেন ইলন মাস্ক।
- সম্পত্তির পরিমান - ২৮৭ বিলিয়ন ডলার
- দ্বিতীয় স্থানে - জেফ বেজস।
◾উজবেকিস্তানের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন Shavkat Mirziyoyev.
- উজবেকিস্তানের প্রধানমন্ত্রী- Abdulla Aripov
- রাজধানী - Tashkent
- মুদ্রা- Uzbekistan So'm
◾myBillBook এর নতুন ব্রান্ড অ্যাম্বাসাডার পদে নিযুক্ত হলেন বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী।
◾বিশ্বের প্রথম Instant Advice অ্যাপ 'CUNSILT' অ্যাপ লঞ্চ করল কেন্দ্রীয় মন্ত্রী নিতীন গড়কড়ি।
◾সম্প্রতি প্রয়াত হলে দক্ষিন কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট Roh Tae-woo.
◾Global Media And Information Literacy Week পালিত হয় প্রতিবছর ২৪ অক্টোবর থেকে ৩১ অক্টোবর।
◾সম্প্রতি 'Go Green' প্রকল্প চালু হল গুজরাট রাজ্যে।
- প্রকল্পের লক্ষ্য - জ্বালানি খরচ কমানো ও দূষন নিয়ন্ত্রন করা।
- সম্প্রতি 'Swasth Mahila, Swasth Goa' উদ্যোগ চালু হল গোয়াতে।
- এটি চালু করেছে You Can Win Foundation.