◾সম্প্রতি ভার্চুয়ালি 4th International Solar Alliance 2021 অনুষ্টিত হল। উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজকুমার সিং।
- ISA এর সদরদপ্তর- গুরগ্রাম, ভারত
- ডিরেক্টর জেনারেল - অজয় মাথুর।
◾Vigilance Awareness Week 2021 পালিত হয় প্রতিবছর ২৬ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত।
◾Clean Energy Space প্রোজেক্ট এর কাজে TATA Power সম্প্রতি IIT Delhi এর সাথে চুক্তি বদ্ধ হল।
- TATA Power এর MD & CEO - প্রভীর সিনহা।
- প্রতিষ্টতা - Dorabji Tata
- সদরদপ্তর- মুম্বাই।
◾সম্প্রতি BCCI আগামী IPL 2022 প্রতিযোগিতায় দুটি নতুন টিম অন্তর্ভুক্ত করল - আমেদাবাদ ও লখনও।
- BCCI এর প্রেসিডেন্ট - সৌরভ গাঙ্গুলী।
- সদরদপ্তর - মুম্বাই।
- প্রতিষ্টিত- ১৯২৮।
◾MotoGP World Championship 2021 প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল Fabio Quartararo.
◾সম্প্রতি Hypersonic Missile Technology সফলভাবে উৎক্ষেপন করল আমেরিকা।
◾জুনিয়র হকি বিশ্বকাপ ২০২১ ( পুুরুষ) প্রতিযোগিতা অনুষ্টিত হবে ভুবনেশ্বরে।
◾National Tribal Dance Festival 2021 অনুষ্টিত হবে ছত্রিশগড়ের রায়পুরে।
- ছত্রিশগড়ের রাজ্যপাল - Anusuiya Uikey
- মুখ্যমন্ত্রী - ভুপেশ বাগেল।
- রাজধানী - রায়পুর ( Excutive Branch), বিলাসপুর
◾Peace Prize Of The German Book Trade 2021 পেল জিম্বাবোয়ের Tsitsi Dangarembga.
◾সম্প্রতি সংবাদ শিরোনামে আসা 'Syracuse 4A' একটি মিলিটারি কমিউনিকেশন স্যাটেলাইট যেটি তৈরী করেছে ফ্রান্স।
- ফ্রান্সের রাজধানী - প্যারিস।
- মুদ্রা- ইউরো।
- প্রধানমন্ত্রী - Jean Cartex.
◾ফর্মুলা ওয়ান U.S Grand Prix 2021 জিতল বেলজিয়ামের Max Verstappen.