ডেইলি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স - ৩১ অক্টোবর ২০২১

 ◾National Unity Day পালিত হয় প্রতি বছর ৩১ অক্টোবর তারিখে।

'International Year Of Fruit & Vegetables' আয়োজন করল Ministry Of Agri Culture & Farmer Walfare.

  • এবছরের থিম - Awareness about the Nutritional Benifits of Fruits & Vegetables for balanced and healthy diet & life style.
  • MoA&FW মন্ত্রী : নরেন্দ্র সিং তোমর
  • প্রতীমন্ত্রী - Sobha Karandaje

Internation Exercise 'Blue Flag 2021' আয়োজন করল ইজরায়েল। 

  • ভারতীয় এয়ারফোর্স Mirage 2000 এয়ারক্রাফ্ট নিয়ে মহড়ায় অংশগ্রহন করবে।
  • ইজরায়েলের রাজধানী- জেরুজালেম।
  • প্রধান মন্ত্রী - Naftali Bennett.
  • মুদ্রা- ইজরায়েলি সেকেল।

◾সম্প্রতি সংবাদ শিরোনামে আসা মেসেজিং অ্যাপ SAI ( Secure Application For Internet), যেটি লঞ্চ করল ভারতীয় সেনা।

◾সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 'Guard Of Honour' সন্মান পেলেন কোন দেশ থেকে - ইতালি।

  • ইতালির প্রধানমন্ত্রী - Mario Draghi.
  • রাজধানী - রোম।
  • মুদ্রা- ইউরো।

◾প্রতি বছর ৩১ অক্টোবর তারিখে পালিত হয় Halloween Day. 

BankBaazar এর সাথে মিলিত ভাবে 'FinBooster' ক্রেডিট কার্ড লঞ্চ করল Yes Bank.

  • Yes Bank এর CEO - প্রসান্ত কুমার
  • সদরদপ্তর - মুম্বাই
  • প্রতিষ্টিত - ২০০৪

'John Lang: Wanderer Of Hindoostan, Slanderer Of Hindoostanee, Lawyer for the Ranee' নতুন প্রকাশিত বইটির লেখক হলেন Amit Ranjan.

◾সম্প্রতি কোন সংস্থা 'State Of The Climate in Asia' রিপোর্ট প্রকাশ করল - World Metrological Organization.

NCRB ( National Crime Record Of Bureau) রিপোর্ট অনুসারে অাত্মহত্যায় দেশের মধ্যে প্রথম স্থানে মহারাস্ট্র।