ডেইলি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স - ৩০ অক্টোবর ২০২১

 ◾India International Trade Fair 2021 অনুষ্টিত হবে নতুন দিল্লি তে। 

  • এবছরের থিম - AatmaNirbhar Bharat.

Ghasiyari Kalyan Yogana চালু হল দেরাদুনে।

  • প্রকল্প উদ্বোধন করলেন - স্বরাস্ট্র মন্ত্রী অমিত শাহ।
  • উত্তরাখন্ডের রাজ্যপাল - গুরমিত সিং।
  • মুখ্যমন্ত্রী- পুস্কর সিং ধামি।

◾তেলেঙ্গানা সরকার হায়দ্রাবাদে World Largest Cricket Bat উন্মোচন করল।

◾সম্প্রতি সংবাদ শিরোনামে আসা 'Ka-ching' শব্দটি Credit Card সম্পর্কিত।

  • India Go & Kotak Mahindra Bank একসাথে এই কো ব্রান্ডেড Credit Card টি লঞ্চ করেছে।

State Energy Efficiency Index 2020 (SEEI) তালিকায় প্রথম স্থান পেল কর্নাটক রাজ্য। 

◾ভারতের প্রথম 'Samudrayaan Mission' লঞ্চ হল চেন্নাই তে।

  • উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী Dr. Jitendra Singh.

◾সম্প্রতি সংবাদ শিরোনামে আসা 'Veer' শব্দটি Credit Card সম্পর্কিত।

  • এই Credit Card টি ভারতীয় আর্মি, নেভি ও এয়ার ফোর্স কর্মীদের জন্যে লঞ্চ হল।
  • কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক ও NPCI যৌথ ভাবে এটি লঞ্চ করল।
  • Kotak Bank এর MD & CEO - Uday Kotak.
  • NPCI এর MD & CEO - Dilip Asbe.

◾সম্প্রতি সংবাদ শিরোনামে আসা 'Sarthak' হল India Coast Guard Ship. 

◾সম্প্রতি অবসর নিলেন ইংল্যন্ডের মহিলা ক্রিকেটার Fran Wilson.

◾পৃথিবীর প্রথম 'FIFA Football for School Programme' লঞ্চ হল ভুবনেশ্বরে।

  • Kalinga Institute Of Social Science এই প্রোগ্রাম লঞ্চ করল।
  • ওড়িশার রাজপাল - গনেশি লাল।
  • রাজধানী - ভুবনেশ্বর।