ডেইলি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স - ২৪ অক্টোবর ২০২১

 ◾World Polio Day পালিত হল ২৪ অক্টোবর তারিখে।

◾দাদাসাহেব ফালকে পুরস্কার ২০২১ পেলেন সুপারস্টার তামিল অভিনেতা রজনীকান্ত।

◾উত্তরপ্রদেশের ফৈজাবাদ স্টেশনের নতুন নামকরন হল অযোধ্যা ক্যান্টনমেন্ট।

  • উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী - যোগী আদিত্যনাথ।
  • রাজ্যপাল - আনন্দবীন প্যাটেল
  • রাজধানী - লখনও।

United Nations Day 2021 পালিত হয় প্রতিবছর ২৪ অক্টোবর তারিখে।

World Development Information Day 2021 পালিত হল ২৪ অক্টোবর তারিখে।

◾'Anemia Mukt Bharat Index' তালিকায় প্রথম স্থান অধিকার করল হরিয়ানা।

  • কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী - অশ্বিনী কুমার চৌবে।

'Life In Miniature' প্রোজেক্ট লঞ্চ করল কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল।

◾প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় দেশের মধ্যে প্রথম স্থান পেল হিমাচল প্রদেশের মান্ডি জেলা।

  • প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা শুরু হয়েছিল - ২০০০ সালে।

◾সম্প্রতি জার্মানির Ramstein এ নতুন স্পেস সেন্টার তৈরী করল NATO ( North Atlantic Treaty Organization).

  • সদরদপ্তর- ব্রাসেলাস, বেলজিয়াম
  • সেক্রেটারি জেনারেল - Jens Stoltenberg.

◾লেবাননের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন Saad El-Din Hariri.

◾সম্প্রতি প্রয়াত হলেন ভারতের প্রথম বায়ুসেনার মহিলা কমিশনড অফিসার Dr. Vijayalakshmi Ramanam.

◾সম্প্রতি Bhagyalakshmi Scheme কোন রাজ্যে চালু হল - কর্নাটক।

  • কর্নাটকের মুখ্যমন্ত্রী - Basavaraj Bommai
  • রাজ্যপাল - Thawar Chand Gehlot
  • রাজধানী - ব্যাঙ্গালুরু।