ডেইলি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স - ২৫ অক্টোবর ২০২১

 ◾ভারতের প্রথম রাজ্য সরকার দ্বারা তৈরী 'Wildlife DNA Testing Lab' এর উদ্বোধন হল মহারাস্ট্রের নাগপুরে।

  • মহারাস্ট্রের রাজ্যপাল - Bhagat Singh Koshyari
  • মুখ্যমন্ত্রী - উদ্ধব ঠাকরে।
  • অভয়ারন্য - কয়না, রাধানগরী অভয়ারন্য। 

◾প্রথম ভারতীয় হিসেবে সম্প্রতি Joseph A. Cushman Award 2021 পেল বিজ্ঞানী Dr. Rajiv Nigam.

◾সম্প্রতি ৩ টি নতুন প্রজাতির মাছের সন্ধান পাওয়া গেল অরুনাচল প্রদেশে।

  • এটি আবিস্কার করেছে - ইটানগরের, নাটুং কলেজের জ্যুলজি ডিপার্টমেন্ট।

◾কোন দেশ সম্প্রতি নতুন 'Land Border Law' পাস করেছে - চায়না।

INS Vikrant ভারতের নিজস্ব তৈরী প্রথম যুদ্ধবিমান বাহী জাহাজ, যেটির 2nd ফেজ ট্রায়াল শুরু হল।

  • এই জাহাজ ৪০,০০০ টন এয়ারক্রাফ্ট রাখতে পারবে।

◾সম্প্রতি দেশে প্রথম জিকা ভাইরাস ধরা পড়ল কোন রাজ্যে - উত্তরপ্রদেশ।

◾সম্প্রতি সংবাদ শিরোনামে আসা 'DART Mission' লঞ্চ করল NASA. 

  • এটি গ্রহানুপুঞ্জের সাথে পৃথিবীর সংঘর্ষ রোধ করার জন্যে নতুন প্রযুক্তি।

◾সম্প্রতি 'Free Education Scheme' লঞ্চ করল হরিয়ানা সরকার। 

  • যাদের ফ্যামিলি বার্ষিক ইনকাম ১.৮০ লাখের নীচে, তারা এই সুবিধা পাবে।
  • হরিয়ানার মুখ্যমন্ত্রী - মনোহর লাল খাট্টার
  • রাজ্যপাল - Bandaru Datratreya.
  • রাজধানী - চন্ডীগড়।

◾ভারতের প্রথম IVF ( In- Vitro- Fertilisation) Banni প্রজাতির মহিষের বাছুরের জন্ম হল গুজরাটে।

◾২০২২ অস্কারের মঞ্চে প্রতিযোগিতায়  ভারত থেকে Koozhangal সিনেমা টি কে নির্বাচন করা হল।

  • এটি একটি তামিল সিনেমা।
  • পরিচালক - Vinothraj PS

Topic : Bengali Current Affairs, Job Preparation App, WBCS 2022