● উত্তরাখন্ড - করবেট জাতীয় উদ্যান, গঙ্গোত্রী জাতীয় উদ্যান,গোবিন্দ পশু বিহার জাতীয় উদ্যান, নন্দা দেবী ন্যাশনাল পার্ক, রাজাজি জাতীয় উদ্যান,ভ্যালি অফ ফ্লাওয়ার্স জাতীয় উদ্যান।
● উত্তরপ্রদেশ- দুধওয়া জাতীয় উদ্যান।
● ঝাড়খন্ড - হাজারিবাগ জাতীয় উদ্যান, বেতলা জাতীয় উদ্যান।
● মধ্যপ্রদেশ - কানহা, শিবপুরি, বান্ধবগড়, মাধব, পাঞ্চমারী জাতীয় উদ্যান, সাতপুরা জাতীয় উদ্যান,সঞ্জয় জাতীয় উদ্যান,পেঞ্চ, পান্না, মান্ডলা প্লান্ট ফসিল জাতীয় উদ্যান, বন বিহার জাতীয় উদ্যান, কুনো জতীয় উদ্যান।
● কর্নাটক - বন্দীপুর, কুর্গ, নাগেরহোট, ডান্দেলি, কুদরেমুখ, বানাগার্তা জাতীয় উদ্যান, অনসি জাতীয় উদ্যান।
● মহারাস্ট্র - বরিভিলি, পেঞ্চ, টোডোবা, চন্দ্রপুর, নভিগাওন, গুগমল, চান্দোলী, সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান।
● কেরালা - এরাভিকুলাম রাজমলয়, ইদ্দুকি, সাইলেন্ট ভ্যালি,পেরিয়ার, পাম্বাদাম শোলা, মাথিকেট্টন শোলা, আনামুদি শোলা জাতীয় উদ্যান।
● গুজরাট - গীর জাতীয় পার্ক, ব্ল্যাকবাক জাতীয় উদ্যান,ভানসদা জাতীয় উদ্যান, মারিন জতীয় উদ্যান।
● অসম - কাজিরাঙ্গা, যোরহাট, ওরারং জতীয় উদ্যান, মানস জতীয় উদ্যান, ডেহিং পাটকাই জতীয় উদ্যান।
● হিমাচলপ্রদেশ - রোহিয়া জাতীয় উদ্যান, কুলু, ইন্দারকিল্লা, গ্রেট হিমালয়, খিরগঙ্গা জতীয় উদ্যান, পিন ভ্যালি জতীয় উদ্যান, সিম্বলবরা জতীয় উদ্যান ।
● ছত্রিশগড়- কাঙ্গেরঘাটি জতীয় উদ্যান, গুরু ঘাসি দাস জতীয় উদ্যান, ইন্দ্রাবতী জাতীয় উদ্যান।
● বিহার - বাল্মীকি জতীয় উদ্যান।
● গোয়া - সালিম আলি পাখিরালয়, Bhagban Mahavir জতীয় উদ্যান
● হরিয়ানা- সুলতানপুর জতীয় উদ্যান, কালেশর জতীয় উদ্যান
● মনিপুর - খেইবুল লামজাও জতীয় উদ্যান, সিরোহি জতীয় উদ্যান
● মেঘালয় - নকরেক জতীয় উদ্যান, বালফাকরাম জতীয় উদ্যান
● মিজোরাম - মুরলেন জতীয় উদ্যান, পওয়নগুপি ব্লু মাউন্টেন জতীয় উদ্যান
● নাগাল্যান্ড - Intanki/Ntangki National Park
● ওড়িশা - শিমলাপল জতীয় উদ্যান, ভিতরকনিকা জতীয় উদ্যান
● রাজস্থান - ডেজার্ট জতীয় উদ্যান, মুকুন্দ্র হিলস জতীয় উদ্যান, রণথম্বোর জতীয় উদ্যান, সরিস্কা জাতীয় উদ্যান, কেউলাদেও ঘানা জতীয় উদ্যান
● সিকিম - Khangchendzonga National Park
● তামিলনাড়ু - গুন্ডি জতীয় উদ্যান, মুদুমালাই জতীয় উদ্যান, মুকুর্থি জতীয় উদ্যান, আন্নামালাই জতীয় উদ্যান
● তেলেঙ্গানা - কশু বহ্ম্রানন্দ রেড্ডি জতীয় উদ্যান, মাহাবীর হরিনা বসন্থলি জতীয় উদ্যান, মুরুগাবনী জতীয় উদ্যান
● ত্রিপুরা - রাজবাড়ী (বিসন) জতীয় উদ্যান, Clouded Leopard National Park.
● পশ্চিমবঙ্গ - বক্সা জতীয় উদ্যান, গরুমারা, জলদাপাড়া, নেওরা ভ্যালি, সিঙ্গলীলা জতীয় উদ্যান , সুন্দরবন অভয়ারন্য।
● আন্দামান ও নিকোবর - স্যাডেল পিক জতীয় উদ্যান, রানী ঝাঁসী মেরিন জতীয় উদ্যান, ক্যাম্বেল বে জতীয় উদ্যান, গালাথিয়া বে জতীয় উদ্যান