ডেইলি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স - ২০ এপ্রিল ২০২২

 ◾লেহ তে প্রথম IT Training & Service সেন্টার খুলল কোন সংস্থা - Ethosh Digital.

  • Ethosh Digital হল ক্যালিফোর্নিয়া বেসড একটি মাল্টি ন্যাশনাল কোম্পানী।

◾বিশ্বের সব্বোর্চ  টানেল টি তৈরী হচ্ছে Shinku La Pass এ।

  • এটি তৈরী করছে ভারতের Border Road Organisation(BRO).
  • টানেল টি হিমাচলপ্রদেশ ও লাদাখ কে সংযুক্ত করবে।
  • ১৬,৫৮০ ফুট এই টানেল টি।

Atomic Energy Commission এর চেয়ারম্যান পদে আরও ১ বছরের জন্যে নিযুক্ত হলেন কমলেশ নীলকান্ত।

  • Atomic Energy Commission এর সদর দপ্তর - মুম্বাই।
  • প্রতিষ্টিত - ১৯৪৮।

Global Celent Model Bank Award 2022 পেল IndusInd Bank.

  • IndusInd ব্যাঙ্কের সদরদপ্তর- মুম্বাই।
  • MD & CEO - Sumant Kathpalia
  • প্রতিষ্টিত - ১৯৯৪।

Wipro Country Head Of India পদে নিযুক্ত হলেন Satya Easwaran.

◾ভারতের প্রথম পোর্টেবল সোলার Rooftop System তৈরী হল গান্ধিনগরে।

◾UN প্রতিবছর ২০ এপ্রিল তারিখে সারা বিশ্বে 'চাইনিজ ভাষা দিবস' পালন করে। 

◾সম্প্রতি 'Smart City, Smart Urbanization' কনফারেন্সে অনুষ্টিত হল গুজরাটের সুরাটে।

  • এটি আয়োজন করেছে Ministry Of Housing & Urban Affairs.
  • কেন্দ্রীয় মন্ত্রী - হরদীপ সিং পুরি।

Digit Insurance এর নতুন MD ও CEO পদে নিযুক্ত হলেন Jasleen Kohli.

◾সম্প্রতি 'Space Tech Framework' লঞ্চ করল তেলেঙ্গানা সরকার। 

  • তেলেঙ্গানার রাজধানী- হায়দ্রাবাদ।
  • রাজ্যপাল - Tamilisai Soundararajan
  • মুখ্যমন্ত্রী- K. Chandrashekar Rao
  • রাজ্য পশু - Jinka ( Deer).