ভারতের বিভিন্ন গভেষনাকেন্দ্র - চাকরির পরীক্ষায় গুরুত্বপূর্ন

কৃষি গভেষনাকেন্দ্র
স্থান
কাজুবাদাম গভেষনাকেন্দ্র 
দীঘা ( পূর্ব মেদনীপুর)
পাট রিসার্চ ইনস্টিটিউট 
 ব্যারাকপুর ( পশ্চিমবঙ্গ)।
সিল্ক রিসার্চ ইনস্টিটিউট 
মহীসূর।
 সেন্ট্রাল কফি রিসার্চ ইনস্টিটিউট
 কর্নাটক।
আলু রিসার্চ ইনস্টিটিউট 
সিমলা। 
 লেদার রিসার্চ ইনস্টিটিউট 
চেন্নাই।
সেন্ট্রাল কোকোনাট রিসার্চ ইনস্টিটিউট 
কাসেরগড় ( কেরল)।
অরন্য গভেষনাকেন্দ্র 
দেরাদুন।
ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট 
কারনাল ( হরিয়ানা)।
 চা রিসার্চ ইনস্টিটিউট 
অসম।
 রাবার রিসার্চ ইনস্টিটিউট 
 কোট্টায়াম।
কটন রিসার্চ ইনস্টিটিউট 
নাগপুর।
সেন্ট্রাল মাশরুম রিসার্চ ইনস্টিটিউট 
সোলান ( হিমাচল প্রদেশ)।
সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট 
কটক।
আখ গভেষনাকেন্দ্র 
লক্ষ্ণৌ।
পোল্ট্রি ট্রেনিং ইনস্টিটিউট 
বেঙ্গালুরু।
হার্টিকালচার রিসার্চ ইনস্টিটিউট 
 বেঙ্গালুরু।
গম গভেষনাকেন্দ্র 
 নতুন দিল্লি।
 মৌমাছি রিসার্চ ইনস্টিটিউ 
পুনে।

🔼Important Geography GK For WBCS,WBPSC,WBP Constable, Sub-Inspector ,WBSSC Group C & D, Others Competitive Exam Preparation.