◾'International Day Against DRM ( Digital Right Management) পালিত হয় প্রতিবছর ১২ অক্টোবর তারিখে।
◾সম্প্রতি 'মেরা ঘর, মেরা নাম' প্রকল্প চালু করল পাঞ্জাব সরকার।
- পাঞ্জাবের মুখ্যমন্ত্রী : Chiranjit Singh Channi
- রাজ্যপাল : Banwarilal Purohit
- রাজধানী : চন্ডীগড়
◾'সত্যজিৎ রয় অ্যাওয়ার্ড ২০২১' পেলে তেলেগু সিনেমা পরিচালক বিজয়দা গোপাল।
- তিনি ৩০ টি তেলেগু সিনেমা ও ২ টি হিন্দি সিনেমা পরিচালনা করেছেন।
- তার কয়েকটি সিনেমা Raktha Tilakam, Lorry Driver, Bobbili Raja
◾প্রয়াত হলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা Nedumudi Venu.
- তিনি মালায়লাম ও তামিল সিনেমাতে অভিনয় করেছেন।
- তাঁর প্রথম সিনেমা 'থাম্বু' ( ১৯৭৮)।
◾সম্প্রতি GI Tag পেল তামিলনাড়ু এর কন্যাকুমারী জেলার 'কন্যাকুমারী লবঙ্গ'।
◾'World Arthritis Day' পালিত হল প্রতিবছর ১২ অক্টোবর তারিখে।
- এ'বছরের থিম - 'Don't Delay, Connect Today : Time2Work'
◾ক্রিপটো প্লাটফর্ম 'CoinSwitch Kuber' এর ব্রান্ড অ্যাম্বাসাডার হলেন রনবীর সিং।
- প্রতিষ্টতা ও CEO : আশীষ সিঙ্গাল।
- সদরদপ্তর : ব্যাঙ্গালুরু।
◾প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে অগ্রগতির জন্যে India-US ডিফেন্স পলিসি মিটিং অনুষ্টিত হবে ওয়াশিংটনে।
◾ প্রধানমন্ত্রীর Advisor পদে নিযুক্ত হলেন Amit Khare.
◾BharatPe এর নতুন চেয়াম্যান পদে নিযুক্ত হলে প্রাক্তন SBI চিফ Rajnish Kumar.
◾'Quest For a Stable Afghanistan : A view from ground Zero authored' নতুন বইটির লেখক হলেন সুজিত সরকার।
Topic: Bengali Current Affairs, Job Exam Preparation, WBCS Current Affairs, RRB, WBP Current Affairs.