আন্তর্জাতিক অনুবাদ দিবস সম্পর্কে জানুন

পেশাদারী অনুবাদকদের স্বীকৃতি দেওয়ার জন্য প্রতি বছর ৩০ শে সেপ্টেম্বর আন্তর্জাতিক অনুবাদ দিবস পালন করা হয়। আন্তর্জাতিক অনুবাদ দিবসের এবছরের থিম হলো -  'United In Translation'

জাতিসংঘ এই বিশ্ব অনুবাদ দিবসকে "ভাষা পেশাদার দের কাজের প্রতি শ্রদ্ধা জানানোর সুযোগ" হিসেবে বর্ণনা করেছে। বিশ্ব সংস্থার মতে "এটি হলো জাতি গুলিকে একত্রিত করা সংলাপ বোঝাপড়া ও সহযোগিতা সহজীকরণ উন্নয়নে অবদান এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তা জোরদার করা।"