আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যান্থেম লঞ্চ করল। গান টির মিউজিক দিয়েছেন ভারতীয় সঙ্গীত পরিচালক অমিত ত্রিবেদী।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ সম্পর্কে :
- টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরশাহী এবং ওমানে ওমানে ১৭ ই অক্টোবর থেকে ১৪ ই নভেম্বর।
- এটি সপ্তম পুরুষ t20 বিশ্বকাপ টুর্নামেন্ট।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সম্পর্কে -
- CEO - Geoff Allardice
- Chairman - Greg Barclay
- সদর দপ্তর - দুবাই, সংযুক্ত আরব আমিরশাহী।
- প্রতিষ্ঠিত হয়েছিল - ১৫ ই জুন , ১৯০৯