জেনারেল সায়েন্সের একটি গুরুত্বপূর্ন অধ্যায় হল ধাতু ও অধাতু। এই চ্যাপটার থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় ( WBPSC, WBP,WBSSC, RRB, WBCS, ICDS & Others) প্রশ্ন এসে থাকে। সুতারং নিন্মিলিখিত বিষয় গুলি ভাল করে পড়ুন -
প্রশ্ন
|
উত্তর
|
সবচেয়ে দামি ধাতু
|
প্লাটিনাম
|
সবচেয়ে ভারী ধাতু
|
অ্যাক্টনিয়াম
|
সবচেয়ে হালকা ধাতু
|
লিথিয়াম (গ্যাসীয়)
|
একটি তরল ধাতু
|
পারদ, গ্যালিনিয়াম
|
যে ধাতুর গলনাংক সবচেয়ে বেশি
|
টাংস্টেন (৩৪১০ ডিগ্রি সেলসিয়াস)
|
যে ধাতুর গলনাংক সবচেয়ে কম
|
সিসা
|
সবচেয়ে হালকা তরল ধাতু
|
গ্যালিয়াম
|
সবচেয়ে ভারী তরল ধাতু
|
পারদ
|
সবচেয়ে হালকা অধাতু
|
-হাইড্রোজেন (গ্যাসীয়)
|
সবচেয়ে ভারী কঠিন অধাতু
|
কার্বন
|
একটি তরল অধাতু
|
ব্রোমিন
|
সবচেয়ে কঠিন বস্তু
|
হীরক
|
সবচেয়ে হালকা বস্তু
|
কারানডাম
|
সবচেয়ে ভারী নিষ্ক্রিয় গ্যাস
|
রেডন
|
সবচেয়ে হালকা নিষ্ক্রিয় মৌল
|
হিলিয়াম
|
নোবেল মেটাল
|
তামা, রুপা,সোনা ইত্যাদি
|
ধাতু ও অধাতুর গুণ বর্তমান যে মৌল
|
অ্যান্টিমনি
|
সবচেয়ে বেশি তড়িৎ পরিবহন করে
|
রুপো
|