ধাতু ও অধাতু থেকে যে প্রশ্ন গুলি পরীক্ষায় আসে

জেনারেল সায়েন্সের একটি গুরুত্বপূর্ন অধ্যায় হল ধাতু ও অধাতু। এই চ্যাপটার থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় ( WBPSC, WBP,WBSSC, RRB, WBCS, ICDS & Others) প্রশ্ন এসে থাকে। সুতারং নিন্মিলিখিত বিষয় গুলি ভাল করে পড়ুন - 


 প্রশ্ন
 উত্তর 
 সবচেয়ে দামি ধাতু
   প্লাটিনাম
 সবচেয়ে ভারী ধাতু 
   অ্যাক্টনিয়াম
সবচেয়ে হালকা ধাতু 
 লিথিয়াম (গ্যাসীয়)
একটি তরল ধাতু
পারদ, গ্যালিনিয়াম
 যে ধাতুর গলনাংক সবচেয়ে বেশি
 টাংস্টেন (৩৪১০ ডিগ্রি সেলসিয়াস)
 যে ধাতুর গলনাংক সবচেয়ে কম
  সিসা
 সবচেয়ে হালকা তরল ধাতু
   গ্যালিয়াম
সবচেয়ে ভারী তরল ধাতু
  পারদ
সবচেয়ে হালকা অধাতু
  -হাইড্রোজেন (গ্যাসীয়)
 সবচেয়ে ভারী কঠিন অধাতু
   কার্বন
 একটি তরল অধাতু
  ব্রোমিন
সবচেয়ে কঠিন বস্তু 
  হীরক
 সবচেয়ে হালকা বস্তু 
  কারানডাম
সবচেয়ে ভারী নিষ্ক্রিয় গ্যাস
   রেডন
সবচেয়ে হালকা নিষ্ক্রিয় মৌল
    হিলিয়াম
 নোবেল মেটাল
    তামা, রুপা,সোনা ইত্যাদি
ধাতু ও অধাতুর গুণ বর্তমান যে মৌল
  অ্যান্টিমনি
সবচেয়ে বেশি তড়িৎ পরিবহন করে
  রুপো