সৌরজগৎ সংক্রান্ত তথ্য - চাকরীর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ন

সৌরজগত বিষয় টি যেকোনো চাকরীর পরীক্ষার জন্যে খুবই গুরুত্বপূর্ন। তাই আজকের আলোচনায় সৌরজগত সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ন তথ্য দেওয়া হল।আশা করব, তোমাদের অনেক উপকারে আসবে।

সৌরজগৎ সংক্রান্ত কিছু তথ্য
  • ব্রহ্মান্ডের বয়স-১৪০০ কোটি বছর প্রায়।
  • বৃহত্তম নক্ষত্রপুঞ্জ-হাইড্রা।
  • ক্ষুদ্রতম নক্ষত্রপূঞ্জ-ক্রুপস অস্ট্রেলিজ।
  • বিশ্বের শীতলতম স্থান-ওরিয়ন নেবুলা।
  • সেরেস -একটি গ্রহাণুপুঞ্জ।

সূর্য
  • সূর্যের কেন্দ্রে তাপমাত্রা–1 কোটি 30 লক্ষ ডিগ্রি সেলসিয়াস।
  • সূর্যের বাইরের অংশ অর্থাৎ ফটোস্ফিয়ারের তাপমাত্রা 6 হাজার ডিগ্রি সেলসিয়াস।
  • নিজ অক্ষের চারপাশে সূর্যের একবার প্রদক্ষিণ করতে সময় লাগে ২৫০ মিলিয়ন বৰ্ষ। একে বলে কসমিক বৰ্ষ।।
  • পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় 14 কোটি 95 লক্ষ কিলােমিটার।
  • সূর্য পৃথিবী অপেক্ষা–13 লক্ষ গুণ বড়।
  • সূর্যের মাধ্যাকর্ষণ টান পৃথিবীর 28 গুণ অর্থাৎ পৃথিবীর ৷ কেজির বস্তুকে সূর্যে নিয়ে গেলে ওজন হবে 28 কেজি।
  • সূর্যের আলাে পৃথিবীতে আসতে সময় নেয়-৪ মিনিট 20 সেকেণ্ড।
  • সূর্যগ্রহণ সর্বাধিক হতে পারে7.5 মি.
বুধ
  • সূর্যের সব থেকে কাছের গ্রহ (দূরত্ব ৫ কোটি ৭৬ লক্ষ কিমি)।
  • আয়তনে বুধ সৌর জগতের ক্ষুদ্রতম গ্রহ।।
  • বুধের একবছর সব থেকে কম দিনবিশিষ্ট।
  • নিজ অক্ষে সব থেকে ধীরে ঘুরছে বুধ।
  • সূর্যের চারিদিকে সব থেকে দ্রুত ঘুরছে—বুধ।
শুক্র
  • শুক্র পৃথিবীর নিকটতম গ্রহ।।
  • সবচেয়ে উজ্জ্বল গ্রহ-শুক্ৰ।
  • শুক্র গ্রহ-ই হল সন্ধ্যাতারা ও শুকতারা।
  • পৃথিবীর যমজ গ্রহ বলা হয় শুক্র গ্রহকে।
  • যে গ্রহে উপত্যকা দেখা যায়—শুক্র।
  • শুক্র সবথেকে উত্তপ্ত গ্রহ। এই গ্রহের আবহমণ্ডলে 79% CO, ও সালফিউরিক অ্যাসিড আছে।
  • নিজ অক্ষে ঘূর্ণনের সময় এবং সূর্যের চারপাশে ঘােরার সময় প্রায় সমান যে গ্রহের—শুক্র।
  • সৌরজগতে  জগতে কেবলমাত্র যে গ্রহটি পূর্ব থেকে পশ্চিমে ঘােরে—শুক্র।
  • সূর্যের চারপাশে সবচেয়ে দ্রুত ঘােরে—শুক্র।

পৃথিবী

  • পৃথিবী থেকে চাঁদের দূরত্ব3 লক্ষ ৪৭ হাজার কিলােমিটার।
  • পৃথিবীর সূর্যের চারপাশের পরিভ্রমণের গতিবেগ29.8 কিমি/সেকেন্ড।
  • পৃথিবী সৌরমণ্ডলের সব থেকে ঘন (Densest) গ্রহ।
  • পৃথিবীর অপর নাম Blue Planet বা নীল গ্রহ।
  • Watery Planet বলা হয়—পৃথিবীকে।
  • উত্তর গােলার্ধে সবচেয়ে ছােটো দিন—২২শে ডিসেম্বর।
  • উত্তর গােলার্ধে সবচেয়ে বড় দিন—২১শে জুন।
  • উত্তর গােলার্ধে দিন ও রাত সমান হয়—২৩শে সেপ্টেম্বর। ।
  • দক্ষিণ গােলার্ধে দিন ও রাত সমান হয়—২১শে মার্চ।
  • পৃথিবীর যে স্থানে কোনাে বস্তুর ওজন সর্বাধিক—মেরু অঞ্চলে।
  • সূর্য ছাড়া পৃথিবীর নিকটতম নক্ষত্র-আলফা সেটিউরি।
  • পৃথিবীর সবচেয়ের কাছের গ্রহ-শুক্র।
  • পৃথিবীর দ্বিতীয় নিকটতম নক্ষত্ৰ—প্রক্সিমা সেনটিউরি।

চাঁদ

  • পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ।
  • চাঁদের আলাে পৃথিবীতে আসতে সময় নেয়—]3 সেকেণ্ড।।
  • চাঁদের সর্বোচ্চ পর্বতের নাম—লিবনিজ।।
  • চাঁদের গর্তকে বলে—ক্লোভিয়াস।
  • মারিয়া নামক কৃষ্ণবর্ণ সমতল ভূমি অবস্থিত - চাঁদে।
  • পৃথিবী থেকে চন্দ্রপৃষ্ঠের যতটুকু দেখা যায়—59%
  • স্নিগ্ধ সাগর অবস্থিত- চাঁদে।
  • চাঁদে রামধনু দেখা যায় না মেঘ নেই বলে।
  •  Lake of Dreams অবস্থিত -  চাঁদে।
  • এক মাসে দুটি পূর্ণিমা হলে দ্বিতীয় পূর্ণিমাকে বলে—ব্লু মুন।

মঙ্গল
  • মঙ্গল গ্রহের অপর নাম Red Planet বা লাল গ্রহ।
  • সিট্রিস মেজর মঙ্গলের একটি আগ্নেয়গিরি।
  • মঙ্গলের উচ্চতম পর্বতশৃঙ্গ নিক্স অলিম্পিয়া (এভারেস্টের তিন গুণ)।

বৃহস্পতি :
  • নিজ অক্ষে সব থেকে দ্রুতবেগে ঘুরছে বৃহস্পতি।
  • গ্রেট রেড স্পট দেখা যায়—বৃহস্পতি গ্রহে।
  • বৃহস্পতি গ্রহের অপর নাম 'The Comet Disturber',
  • সৌর জগতের আমুদে গ্রহ বলে অভিহিত গ্রহগুলি হল—বৃহস্পতি, শনি, ইউরেনাস ও
  • নেপচুন।

শনি
  • শনি গ্রহ এতই হাল্কা যে জলে ভাসতে পারে।
  • বলয় আছে -  শনি, ইউরেনাস ও নেপচুনের।
  • সৌরজগতের বৃহত্তম বলয় শনির।
  • সৌরজগতে শনির উপগ্রহ টাইটানেরই কেবলমাত্র নিজস্ব আবহমণ্ডল বর্তমান (অন্যান্য উপগ্রহগুলির তুলনায়)। সর্বাধিক ঘনত্বযুক্ত উপগ্রহ টাইটান।

ইউরেনাস

  • আবিষ্কার—১৭৮১ খ্রিস্টাব্দে উইলিয়াম হার্সেল ইউরেনাস গ্রহ আবিষ্কার করেন।
  • সৌর জগতের যে গ্রহটি কেবলমাত্র উত্তর থেকে দক্ষিণে ঘােরে-ইউরেনাস।
  • সবচেয়ে দুরের যে গ্রহকে টেলিস্কোপ ছাড়াও দেখা যায়-ইউরেনাস।
  • ইউরেনাসের ১০টি বলয় ও ১২টি উপগ্রহ আছে।

নেপচুন

  • আবিষ্কার—১৮৪৬ খ্রিস্টাব্দে জোহান গেল ও উরবেন লে ভেরিয়ের দ্বারা সৌরমণ্ডলের অষ্টম গ্রহ নেপচুন আবিষ্কার।
  • নেপচুন পৃথিবীর সবচেয়ে দূরের গ্রহ।
  • সৌরমণ্ডলের সবচেয়ের দূরের গ্রহ নেপচুন। (সূর্য থেকে দূরত্ব ৪৫০ কোটি ৪৩ লক্ষ কিমি)।
  • সবচেয়ে জোরে হাওয়া বয়-নেপচুনে।

প্লুটো (বামন গ্রহ)

  • আবিষ্কার—১৯৩০ খ্রিস্টাব্দে ক্লাইভ টমবাগ প্লুটো গ্রহ আবিষ্কার করেন।
  • সূর্যের চারিদিকে সব থেকে ধীরে ঘুরছে—প্লুটো (পশ্চিম থেকে পূর্বে)।
  • সূর্যের আলাে প্লুটোতে যেতে সময় লাগে–৬ ঘণ্টা।
  • সূর্য থেকে প্লুটো ৫৪৮ কোটি কিমি দূরত্বে অবস্থিত।  গ্রহগুলি সূর্যের চারিদিকে Anti clockwise direction-এ ঘোরে।