সৌরজগত বিষয় টি যেকোনো চাকরীর পরীক্ষার জন্যে খুবই গুরুত্বপূর্ন। তাই আজকের আলোচনায় সৌরজগত সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ন তথ্য দেওয়া হল।আশা করব, তোমাদের অনেক উপকারে আসবে।
সৌরজগৎ সংক্রান্ত কিছু তথ্য- ব্রহ্মান্ডের বয়স-১৪০০ কোটি বছর প্রায়।
- বৃহত্তম নক্ষত্রপুঞ্জ-হাইড্রা।
- ক্ষুদ্রতম নক্ষত্রপূঞ্জ-ক্রুপস অস্ট্রেলিজ।
- বিশ্বের শীতলতম স্থান-ওরিয়ন নেবুলা।
- সেরেস -একটি গ্রহাণুপুঞ্জ।
সূর্য
- সূর্যের কেন্দ্রে তাপমাত্রা–1 কোটি 30 লক্ষ ডিগ্রি সেলসিয়াস।
- সূর্যের বাইরের অংশ অর্থাৎ ফটোস্ফিয়ারের তাপমাত্রা 6 হাজার ডিগ্রি সেলসিয়াস।
- নিজ অক্ষের চারপাশে সূর্যের একবার প্রদক্ষিণ করতে সময় লাগে ২৫০ মিলিয়ন বৰ্ষ। একে বলে কসমিক বৰ্ষ।।
- পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় 14 কোটি 95 লক্ষ কিলােমিটার।
- সূর্য পৃথিবী অপেক্ষা–13 লক্ষ গুণ বড়।
- সূর্যের মাধ্যাকর্ষণ টান পৃথিবীর 28 গুণ অর্থাৎ পৃথিবীর ৷ কেজির বস্তুকে সূর্যে নিয়ে গেলে ওজন হবে 28 কেজি।
- সূর্যের আলাে পৃথিবীতে আসতে সময় নেয়-৪ মিনিট 20 সেকেণ্ড।
- সূর্যগ্রহণ সর্বাধিক হতে পারে7.5 মি.
- সূর্যের সব থেকে কাছের গ্রহ (দূরত্ব ৫ কোটি ৭৬ লক্ষ কিমি)।
- আয়তনে বুধ সৌর জগতের ক্ষুদ্রতম গ্রহ।।
- বুধের একবছর সব থেকে কম দিনবিশিষ্ট।
- নিজ অক্ষে সব থেকে ধীরে ঘুরছে বুধ।
- সূর্যের চারিদিকে সব থেকে দ্রুত ঘুরছে—বুধ।
- শুক্র পৃথিবীর নিকটতম গ্রহ।।
- সবচেয়ে উজ্জ্বল গ্রহ-শুক্ৰ।
- শুক্র গ্রহ-ই হল সন্ধ্যাতারা ও শুকতারা।
- পৃথিবীর যমজ গ্রহ বলা হয় শুক্র গ্রহকে।
- যে গ্রহে উপত্যকা দেখা যায়—শুক্র।
- শুক্র সবথেকে উত্তপ্ত গ্রহ। এই গ্রহের আবহমণ্ডলে 79% CO, ও সালফিউরিক অ্যাসিড আছে।
- নিজ অক্ষে ঘূর্ণনের সময় এবং সূর্যের চারপাশে ঘােরার সময় প্রায় সমান যে গ্রহের—শুক্র।
- সৌরজগতে জগতে কেবলমাত্র যে গ্রহটি পূর্ব থেকে পশ্চিমে ঘােরে—শুক্র।
- সূর্যের চারপাশে সবচেয়ে দ্রুত ঘােরে—শুক্র।
পৃথিবী
- পৃথিবী থেকে চাঁদের দূরত্ব3 লক্ষ ৪৭ হাজার কিলােমিটার।
- পৃথিবীর সূর্যের চারপাশের পরিভ্রমণের গতিবেগ29.8 কিমি/সেকেন্ড।
- পৃথিবী সৌরমণ্ডলের সব থেকে ঘন (Densest) গ্রহ।
- পৃথিবীর অপর নাম Blue Planet বা নীল গ্রহ।
- Watery Planet বলা হয়—পৃথিবীকে।
- উত্তর গােলার্ধে সবচেয়ে ছােটো দিন—২২শে ডিসেম্বর।
- উত্তর গােলার্ধে সবচেয়ে বড় দিন—২১শে জুন।
- উত্তর গােলার্ধে দিন ও রাত সমান হয়—২৩শে সেপ্টেম্বর। ।
- দক্ষিণ গােলার্ধে দিন ও রাত সমান হয়—২১শে মার্চ।
- পৃথিবীর যে স্থানে কোনাে বস্তুর ওজন সর্বাধিক—মেরু অঞ্চলে।
- সূর্য ছাড়া পৃথিবীর নিকটতম নক্ষত্র-আলফা সেটিউরি।
- পৃথিবীর সবচেয়ের কাছের গ্রহ-শুক্র।
- পৃথিবীর দ্বিতীয় নিকটতম নক্ষত্ৰ—প্রক্সিমা সেনটিউরি।
চাঁদ
- পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ।
- চাঁদের আলাে পৃথিবীতে আসতে সময় নেয়—]3 সেকেণ্ড।।
- চাঁদের সর্বোচ্চ পর্বতের নাম—লিবনিজ।।
- চাঁদের গর্তকে বলে—ক্লোভিয়াস।
- মারিয়া নামক কৃষ্ণবর্ণ সমতল ভূমি অবস্থিত - চাঁদে।
- পৃথিবী থেকে চন্দ্রপৃষ্ঠের যতটুকু দেখা যায়—59%
- স্নিগ্ধ সাগর অবস্থিত- চাঁদে।
- চাঁদে রামধনু দেখা যায় না মেঘ নেই বলে।
- Lake of Dreams অবস্থিত - চাঁদে।
- এক মাসে দুটি পূর্ণিমা হলে দ্বিতীয় পূর্ণিমাকে বলে—ব্লু মুন।
মঙ্গল
- মঙ্গল গ্রহের অপর নাম Red Planet বা লাল গ্রহ।
- সিট্রিস মেজর মঙ্গলের একটি আগ্নেয়গিরি।
- মঙ্গলের উচ্চতম পর্বতশৃঙ্গ নিক্স অলিম্পিয়া (এভারেস্টের তিন গুণ)।
- নিজ অক্ষে সব থেকে দ্রুতবেগে ঘুরছে বৃহস্পতি।
- গ্রেট রেড স্পট দেখা যায়—বৃহস্পতি গ্রহে।
- বৃহস্পতি গ্রহের অপর নাম 'The Comet Disturber',
- সৌর জগতের আমুদে গ্রহ বলে অভিহিত গ্রহগুলি হল—বৃহস্পতি, শনি, ইউরেনাস ও
- নেপচুন।
শনি
- শনি গ্রহ এতই হাল্কা যে জলে ভাসতে পারে।
- বলয় আছে - শনি, ইউরেনাস ও নেপচুনের।
- সৌরজগতের বৃহত্তম বলয় শনির।
- সৌরজগতে শনির উপগ্রহ টাইটানেরই কেবলমাত্র নিজস্ব আবহমণ্ডল বর্তমান (অন্যান্য উপগ্রহগুলির তুলনায়)। সর্বাধিক ঘনত্বযুক্ত উপগ্রহ টাইটান।
ইউরেনাস
- আবিষ্কার—১৭৮১ খ্রিস্টাব্দে উইলিয়াম হার্সেল ইউরেনাস গ্রহ আবিষ্কার করেন।
- সৌর জগতের যে গ্রহটি কেবলমাত্র উত্তর থেকে দক্ষিণে ঘােরে-ইউরেনাস।
- সবচেয়ে দুরের যে গ্রহকে টেলিস্কোপ ছাড়াও দেখা যায়-ইউরেনাস।
- ইউরেনাসের ১০টি বলয় ও ১২টি উপগ্রহ আছে।
নেপচুন
- আবিষ্কার—১৮৪৬ খ্রিস্টাব্দে জোহান গেল ও উরবেন লে ভেরিয়ের দ্বারা সৌরমণ্ডলের অষ্টম গ্রহ নেপচুন আবিষ্কার।
- নেপচুন পৃথিবীর সবচেয়ে দূরের গ্রহ।
- সৌরমণ্ডলের সবচেয়ের দূরের গ্রহ নেপচুন। (সূর্য থেকে দূরত্ব ৪৫০ কোটি ৪৩ লক্ষ কিমি)।
- সবচেয়ে জোরে হাওয়া বয়-নেপচুনে।
প্লুটো (বামন গ্রহ)
- আবিষ্কার—১৯৩০ খ্রিস্টাব্দে ক্লাইভ টমবাগ প্লুটো গ্রহ আবিষ্কার করেন।
- সূর্যের চারিদিকে সব থেকে ধীরে ঘুরছে—প্লুটো (পশ্চিম থেকে পূর্বে)।
- সূর্যের আলাে প্লুটোতে যেতে সময় লাগে–৬ ঘণ্টা।
- সূর্য থেকে প্লুটো ৫৪৮ কোটি কিমি দূরত্বে অবস্থিত। গ্রহগুলি সূর্যের চারিদিকে Anti clockwise direction-এ ঘোরে।