বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ও জিকে অ্যাপ (Bengali Current Affairs App) - চাকরির পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স অতি গুরুত্বপূর্ন একটি বিষয়। 'INBRIEF' অ্যাপে প্রতিদিন WBCS, WBP, WBSSC, WBPSC সহ রেলের বিভিন্ন পরীক্ষার গুরুত্বপূর্ন কারেন্ট অ্যাফেয়ার্স জিকে আপডেট পাবেন -
১। 'World Vegetarian Day' পালিত হল ১ অক্টোবর। এটি নিরামিষ ভোজ ঈদের আনন্দ সমবেদনা ও জীবন বর্ধনশীল সম্ভাবনা প্রচারের জন্য পালিত হয়।
২। আন্তর্জাতিক কফি দিবস পালিত হল ১ অক্টোবর। জাপানের প্রথম এই দিবসটি পালিত হয় এবং 2015 থেকে আন্তর্জাতিকভাবে এই দিবসের স্বীকৃতি দেওয়া হয়।
৩। সম্প্রতি 'Vayo Naman' কর্মসূচি আয়োজন করা হবে আন্তর্জাতিক প্রবীণ ব্যক্তি দিবস উপলক্ষে প্রবীণ নাগরিকদের সম্মানে।
৪। সম্প্রীতি Jal Jeevan Mission App লঞ্চ করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
৫। সম্প্রতি ক্যালিফোর্নিয়া থেকে 'Landsat 9' উপগ্রহ লঞ্চ করল NASA।
৬। সম্প্রতি ব্রোঞ্জ পদক জয়ী হকি প্লেয়ার রূপিন্দর পাল সিং আন্তর্জাতিক হকি থেকে অবসর ঘোষণা করলেন।
৭। সম্প্রতি প্রয়াত হলেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী এবং লিভারপুল ক্লাবের বিখ্যাত ফুটবল খেলোয়াড় Roger Hunt. তিনি ১৯৬২ সালের ফুটবল বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন।
৮। সাম্প্রতিক ভারতীয় সংস্থা ওএনজিসি গ্যাস ও তেল এর খোঁজে 'Drilling Campaign' শুরু করল বাংলাদেশ।
৯। তিউনেশিয়ার প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন নাজলা বাউদেন রমধান।
১০। আন্তর্জাতিক প্রবীণ ব্যক্তিদের দিবস পালিত হল ১ অক্টোবর।