১। World Maritime Day 2021 পালিত হল 30 শে সেপ্টেম্বর তারিখে। এবারের থিম হল - Seafarers at the Core Of Shipping Future.
২। বিশ্ব অনুবাদ দিবস পালিত হলো 30 শে সেপ্টেম্বর। পেশাদার অনুবাদক দের স্বীকৃতি দেওয়ার জন্য এই দিবস পালিত হয়।
৩। সম্প্রতি কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার দ্বারা চালু হওয়া 'Amul Honey' পণ্যটি তৈরি করেছে গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং লিমিটেড এবং National Bee Board।
৪। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া এর চেয়ারম্যান নির্বাচিত হলেন অভীক সরকার।
৫। 'Ryder Cup 2021' জিতল আমেরিকা।
৬। সম্প্রতি প্রকাশিত 'My Life In Full : Work, Family And Our Future' বইটি লিখেছেন ইন্দ্রা নুই।
৭। টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ থিম সং এর সুর দিয়েছেন ভারতীয় সুরকার অমিত ত্রিবেদী।
৮। ৩ দিনের উৎসব 'Nata - Sabkirtana' অনুষ্টিত হল মনিপুরের ইম্ফলে।
৯। বিজ্ঞান ও প্রযুক্তি তে 'শান্তি স্বরুপ ভাটনগর পুরস্কার ২০২১' পেলেন আসামের বিনয় কুমার।
১০। সম্প্রতি নেওয়া কর্মসূচী 'Swachh Suvekshan' কেন্দ্রীয় Housing & Urban Affairs মন্ত্রনালয়ের সাথে যুক্ত।