বদলে গেল ফেসবুকের নাম, নয়া ঘোষনা জুকারবার্গের

জল্পনা আগে থেকেই চলছিল, গত বৃহস্পতিবার রাতে অফিসিয়ালি ঘোষনা হয়ে গেল। Facebook কোম্পানীর নাম বদল করে রাখা হল 'মেটা'। এতদিন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ও ইনস্টাগ্রামের  প্যারেন্ট কোম্পানী ছিল মূলত ফেসবুক। কিন্তু এবার সেই নাম বদলে হল 'Meta' এবং সেই সাথে পরিবর্তন হল লোগো ও। এতদিন থাম্বস আপ আকৃতির লোগো দেখা যেত এখন সেটা হয়ে গেছে Meta বা M আকৃতির।

ট্যুইটারে বলা হয়, মেটাভার্স তৈরী করতে সাহয্য করেছে Meta. ভার্চুয়াল রিয়েলিটির সামাজিক যোগাযোগ মাধ্যমের নতুন একটি দিগন্ত হল মেটাভার্স(Metaverse)। আর সেখান থেকেই নাম রাখা হল মেটা। Meta শব্দটি এসেছে গ্রিক শব্দ 'Beyond' থেকে যার অর্থ হল অনন্ত। তাই এরকম নামকরনের কারন হল, এখনও অনেক পথ বাকি, অনেক কিছু করার বাকি। 

তবে ফেসবুক অ্যাপের নাম এই মুহুর্তে পরিবর্তন হবে কিনা, সে বিষয়ে কোনো স্পর্ষ্ট বার্তা দেন নি, জুকারবার্গ ও Meta Company.

Topic: Facebook Name Change, Meta