ডেইলি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স - ২৯ অক্টোবর ২০২১

 ◾নাম পরিবর্তন হল ফেসবুক কোম্পানীর, নতুন নাম হল 'Meta'.

  • ভার্চুয়াল রিয়েলিটির নতুন দিগন্ত মেটাভার্স থেকেই 'Meta' নাম দেওয়া।
  • ফেসবুকের CEO- মার্ক জুকারবার্গ।
  • প্রতিষ্টিত - ২০০৪
  • সদরদপ্তর- মিনলো পার্ক, ক্যালিফোর্নিয়া।

◾RBI এর নতুন গভর্নর পদে নিযুক্ত হলেন - শক্তিকান্ত দাস।

  • RBI এর সদরদপ্তর - মুম্বাই।
  • প্রতিষ্টিত - ১৯৩৫।

◾সম্প্রতি প্রয়াত হলেন পুনিত রাজকুমার, তিনি কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন - সিনেমা  অভিনেতা( কন্নড়)।

◾সম্প্রতি গুজরাটে EWS ক্যাটিগরির জন্যে হাউজিং প্রকল্পের উদ্বোধন করলেন রাস্ট্রপতি রাম নাথ কোবিন্দ।

◾আন্তর্জাতিক ইন্টারনেট দিবস পালিত হয় প্রতি বছর ২৯ অক্টোবর তারিখে।

◾সম্প্রতি Wildlife Action Plan 2021-30 পাশ করল কোন রাজ্য - মহারাস্ট্র।

  • মহারাস্ট্রের জাতীয় উদ্যান - বরিভিলি, চন্দ্রপুর, টোডোবা, চান্দোলী

CII Asia Health Summit 2021 আয়োজন করল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রক।

  • এবছরের থিম - Transforming Healthcare for a better Tomorrow.

◾সম্প্রতি 'Sumangal' এবং 'Student Scholarship' ওয়েব পোর্টাল লঞ্চ করল ওড়িশা রাজ্য।

  • ওড়িশার মুখ্যমন্ত্রী - নবীন পট্টনায়ক।
  • রাজ্যপাল - গনেশি লাল।
  • রাজধানী - ভুবনেশ্বর।

◾সম্প্রতি ভারতীয় ডাক বিভাগ কোন দেশের ডাক বিভাগের সাথে কাস্টম ডাটার বৈদ্যুতিন বিনিময় সম্পর্কিত চুক্তি স্বাক্ষরিত করল - আমেরিকা।

  • India Post এর সদরদপ্তর- নতুন দিল্লি।

◾সম্প্রতি প্রকাশিত 'Night Of The Restless Spirits' নতুন বইটির লেখক হলেন Sarbpreet Singh.