◾Shantir Ogroshena 2021
- কাদের মধ্যে হয় - ভারত ও বাংলাদেশ।
- কোথায় অনুষ্টিত হয়েছে - বাংলাদেশে।
◾Vajra Prahar 2021
- কাদের মধ্যে হয় - ভারত ও আমেরিকা
- কোথায় অনুষ্টিত হয়েছে - Bakloh, হিমাচল প্রদেশ।
◾Passage Exercise 2021 ( PASSEX)
- কাদের মধ্যে হয় - ভারত ও ইন্দোনেশিয়া নৌবাহিনী
- কোথায় অনুষ্টিত হয়েছে - আরব সাগর।
◾Iran Russia Maritime Security Belt 2021
- কাদের মধ্যে হয় - ভারত, ইরান, রাশিয়া ও চায়না নৌবাহিনী।
- কোথায় অনুষ্টিত হয়েছে - ভারত মহাসাগর।
◾DUSTLIK II 2021
- কাদের মধ্যে হয় - ভারত ও উজবেকিস্থান মিলিটারি
- কোথায় অনুষ্টিত হয়েছে - রানিকেট, উত্তরাখন্ড।
◾Exercise Desert Flag VI 2021
- কাদের মধ্যে হয় - আমেরিকা, ফ্রান্স, সাউথ কোরিয়া, আরব আমিরশাহী, সৌদিআরব, ভারত, বাহরিন, গ্রীস জর্ডন, কুয়েত ও ইজিপ্ট দেশের বায়ু সেনার মধ্যে।
- কোথায় অনুষ্টিত হয়েছে - সংযুক্ত আরব আমিরশাহীর, Al-Dhafra Airbase
◾TROPEX -21
- কাদের মধ্যে হয় - ভারতের নৌবাহিনী, সেনাবাহিনী, বায়ুসেনা কোস্ট গার্ডের মধ্যে।
- কোথায় অনুষ্টিত হয়েছে - ভারত মহাসাগর।
◾Yudh Abhyas 2021
- কাদের মধ্যে হয় - ভারত ও আমেরিকা।
- কোথায় অনুষ্টিত হয়েছে - রাজস্থান।
◾AMPHEX -21
- কাদের মধ্যে হয় - ভারতের নৌবাহিনী, সেনা বাহিনী, ও বায়ু সেনার মধ্যে।
- কোথায় অনুষ্টিত হয়েছে - আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে।
◾Indo - French Joint Exercise Desert Knight 2021
- কাদের মধ্যে হয় - ভারতীয় বায়ুসেনা ও ফ্রান্সের বায়ু ও স্পেস সেনাবাহিনীর মধ্যে।
- কোথায় অনুষ্টিত হয়েছে - যোধপুর, রাজস্থান।
◾Sea Vigil 2021 ( 2nd Edition)
- কাদের মধ্যে হয় - ভারতের নৌবাহিনী, কাস্টমস, কোস্ট গার্ড ও অনান্য Maritime Agencies.
- কোথায় অনুষ্টিত হয়েছে - Indian Navy Base
◾SIMBEX EXERCISE 2021
- কাদের মধ্যে হয় - ভারত ও সিঙ্গাপুর সেনাবাহিনী
- কোথায় অনুষ্টিত হয়েছে - ভারত।
◾Ajeta Warrior 2021
- কাদের মধ্যে হয় - ভারত ও ইউনাইটেড কিংডম মিলিটারি।
- কোথায় অনুষ্টিত হয়েছে - উত্তরাখন্ডে।
◾Malabar Exercise 2021
- কাদের মধ্যে হয় - ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া ও জাপানের নৌবাহিনী।
- কোথায় অনুষ্টিত হয়েছে - বঙ্গোপসাগর।
◾MILAN Exercise 2021
- কাদের মধ্যে হয় - ভারত সহ ৪৬ টি দেশ
- কোথায় অনুষ্টিত হয়েছে - বিশাখাপত্তানমে।
Post Update- on October 2021