◾হিমালয় পার্বত্য অঞ্চলে অবস্থিত ভারতের একটি রাজ্য হল - উত্তরাঞ্চল
◾ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার কোথায় অবস্থিত - ডিগবয়।
◾সাতপুরা কি ধরনের পর্বত - স্তুপ পর্বত।
◾গুজরাটের প্রধান বন্দর হল - কান্ডালা।
◾ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি - K2.
◾শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত - কাবেরী।
◾চা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে - আসাম।
◾ভদ্রাবতী লৌহ ইস্পাত কেন্দ্র আকরিক লোহা আসে কোথা থেকে -বাইলাডিলা।
◾আধুনিক শিল্প দানব বলা হয় কোন শিল্পকে - লৌহ ইস্পাত।
◾কাথিয়াওয়াড় উপদ্বীপ কোন রাজ্যে অবস্থিত - গুজরাট।
◾ভারতে কোন মাসে দিনের দৈর্ঘ্য সব থেকে বেশি হয় - জুন মাসে।
◾তিস্তা নদীর গিরিখাত দেখা যায় নদীর কোন গতিপথে - উচ্চগতি পথে।
◾কোন মহাদেশ Pangolin দেখা যায় - আফ্রিকা।
◾লোকনৃত্য হিসেবে ডান্ডিয়া উদ্ভব ঘটেছে কোন রাজ্যে - গুজরাট।
◾লাই হারাওবা লোক নিত্য কোন রাজ্যে প্রচলিত - নাগাল্যান্ড।
◾শীফ হচ্ছে - বালিয়াড়ি।
◾রুদ্র প্রয়াগ কোন দুটি নদীর সঙ্গম এ অবস্থিত - অলকানন্দা এবং মন্দাকিনী।
◾রেগুর হচ্ছে এক প্রকার - কৃষ্ণ মৃত্তিকা।
◾সবথেকে বেশি উৎপাদন হয় কোন মাটিতে - ভাঙর।
◾লৌহ আকরিক সর্বাধিক উৎপাদক রাজ্য কোনটি - ঝাড়খন্ড।
Topic : Geography GK, WBPSC Preparation, WBPSC Job Preparation.