রাজ্য পুরসভার তালিকায় আরও ২ টি নাম সংযোজিত হল। ময়নাগুড়ি ও ফালাকাটা এই দুটি পুরসভা সীমানা নির্ধারনের কাজ শেষ হয়ে গেছে। প্রশাসনের তরফ থেকে জানা যাচ্ছে নভেম্বরের মধ্যে এই দুটি নতুন পুরসভা সংরক্ষনের কাজ শেষ হয়ে যাবে। নতুন এই দুটি পুরসভা নিয়ে বর্তমানে পশ্চিমবঙ্গে মোট পুরসভার সংখ্যা ১২৭ টি। তবে এই মুহুর্তে এই পুরসভা গুলিতে ভোট হবে না, জানিয়েছে নির্বাচন কমিশন।
রাজ্যে নতুন আরও ২ টি পুরসভা হল, জেনে নিন
October 22, 2021