ক্রিকেট কে বিদায় এবিডির! জেনে নিন তার ক্যারিয়ার, রান, সেঞ্চুরি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন অনেক আগেই। এবার সমস্ত ধরনের ক্রিকেট থেকে বিদায় নিলেন '৩৬০ ডিগ্রি' ক্রিকেটার নামে জনপ্রিয় দক্ষিন আফ্রিকার তারকা এ বি ডিভিলিয়ার্স। মাঠের এমন কোনো জায়গা ছিল না, যেখান দিয়ে এবিডি শর্ট মারেন নি। সব জায়গা থেকে সমান দক্ষতায় রান করে গেছেন। তাই তাকে '৩৬০ ডিগ্রি' ক্রিকেটার বলা হয়। 

একনজরে এবি ডিভিয়ার্সের ক্যারিয়ার

টেস্ট

  • ম্যাচ -১১৪
  • রান - ৮৭৬৫
  • সর্বোচ্চ - ২৭৮ ন.আ.
  • সেঞ্চুরি - ২২
  • হাফ সেঞ্চুরি -৪৬
  • গড় - ৫৫.৬৬

ওয়ান ডে

  • ম্যাচ - ২২৮
  • রান - ৯৫৭৭
  • সর্বোচ্চ- ১৭৬
  • সেঞ্চুরি - ২৫
  • হাফ সেঞ্চুরি - ৫৩
  • গড় - ৫৩.৫০

টি টোয়েন্টি

  • ম্যাচ - ৭৮
  • রান - ১৬৭২
  • সর্বোচ্চ- ৭৯
  • হাফ সেঞ্চুরি - ১০

আইপিএল

  • ম্যাচ - ১৮৪
  • রান - ৫১৬২
  • সর্বোচ্চ - ১৩৫ ন.আ.
  • সেঞ্চুরি - ৩ টি