ডেইলি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স - ১৮ নভেম্বর ২০২১

 ◾Best Tourism Village নির্বাচিত হল তেলেঙ্গানার Pochamppally.

  • তেলেঙ্গানার রাজধানী- হায়দ্রাবাদ।
  • রাজ্যপাল - Tamilisai Soundararajan
  • মুখ্যমন্ত্রী- K. Chandrashekar Rao
  • জনসংখ্যা- ৩.৫২ কোটি।

Naturopathy Day পালিত হয় প্রতিবছর ১৮ নভেম্বর তারিখে। 

World Philosophy  Day 2021 পালিত হল ১৮ নভেম্বর তারিখে।

TRIFED Aadi Mahotsav শুরু হল নতুন দিল্লির Dilli Hat এ।

  • উৎসবের উদ্বোধন করলেন Union Tribal Affairs Minister অর্জুন মুন্ডা।
  • এই উৎসবের ব্রান্ড অ্যাম্বাসাডার হলেন বক্সার মেরি কম।

1st Global Innovation Summit Of Pharmaceuticals Sector লঞ্চ করলেন PM নরেন্দ্র মোদী।

1st 'Tribal Nation's Summit' এর আয়োজন করবে আমেরিকা।

◾ভারতের প্রথম 'Fisheries Business Incubation Center' লঞ্চ হল হরিয়ানার গুরগ্রামে। 

◾সম্প্রতি নতুন 'Rajya Sainik Board' তৈরী হল কোথায় - লাদাখে।

◾সম্প্রতি সংবাদ শিরোনামে আসা 'Op Hercules' হল ভারতের সেনাবাহিনী ও এয়ার ফোর্সের মধ্যে Joint Airlift Exercise.

  • IAF এর সদরদপ্তর- নতুন দিল্লি।
  • এয়ার চিফ মার্শাল - VR Chaudhari

◾ বিশ্বের উচ্চতম রাস্তা তৈরী করে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করল Border Road Organization ( BRO)

  • 19024 ফুট উপরে রাস্তাটি তৈরী হয়েছে লাদাখে - Umlingla Pass.
  • এর আগে এই রেকর্ড ছিল বলিভিয়ার।

Mukhya Mantri Udyam Kranti Yojana কোন রাজ্যে চালু হল - মধ্যপ্রদেশে।

  • এই যোজনার অধীনে ১৮-৪০ বছর বয়সীরা Industry, Business, Service সেট আপ করার জন্যে কম সুদে লোন নিতে পারবে।