ডেইলি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স - ২ নভেম্বর ২০২১

 ◾Indian Arrival Day পালিত হয় প্রতি বছর ২ নভেম্বর তারিখে।

◾সম্প্রতি সংবাদ শিরোনামে আসা P15B হল ভারতের তৈরী প্রথম মিসাইল ধ্বংসকারক, যেটির নাম 'Visakhapatnam'.

  • এটি ডিজাইন করেছে - Directorate Of Naval Design
  • ভারতীয় নেভির চিফ - Admiral Karambir Singh.
  • সদরদপ্তর- নতুন দিল্লি।

◾'Census Of Indus River Dolphin' শুরু হল পাঞ্জাবে। 

◾সম্প্রতি সংবাদ শিরোনামে আসা S-500 কোন দেশের অ্যান্টি এয়ারক্রাফ্ট মিসাইল সিস্টেম - রাশিয়া।

◾সম্প্রতি কোন কোম্পানী ভারতে স্যালেটাইট ব্রডব্যান্ড পরিসেবা চালু করতে চলেছে - SpaceX

  • SpaceX এর CEO - ইলন মাস্ক।
  • প্রতিষ্টতা - ইলন মাস্ক।
  • প্রতিষ্টিত - ২০০২

National Ayurveda Day 2021 পালিত হয় প্রতিবছর ২ নভেম্বর তারিখে।

  • এবছরের থিম- Ayurveda For Poshan.
  • Dhanwabtri Jayanti উপলক্ষে এই দিন পালন করা হয়।

◾ পূর্ব লাদাখে Airborne Exercise  2021 এর আয়োজন করল ভারতীয় সেনা বাহিনী।

International Seed Conference 2021 এ অংশগ্রহন করল তেলেঙ্গানা রাজ্য।

◾সম্প্রতি গিনেস বুক অব ওয়ার্ল্ড রোকর্ডে নাম তুলল Ganga Utsav, National Mission For Clean Ganga. 

◾সম্প্রতি 'e-Sarkar' App লঞ্চ করল গুজরাট সরকার।