ডেইলি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স - ৩ নভেম্বর ২০২১

 ◾সম্প্রতি দিল্লিতে 'Ayusman CAPF' স্কিম লঞ্চ করল স্বরাস্ট্র মন্ত্রী অমিত শাহ। 

◾COP26 সামিটে Green Grids Initiative - One Sun One World One Grid লঞ্চ করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

◾সম্প্রতি সংবাদ শিরোনামে আসা 'Pfizer' হল ৫ থেকে ১১ বছর বয়েসির দের কোভিড -১৯ ভ্যাকসিন।

  • আমেরিকার The Centers For Disease Control অফিসিয়ালি অ্যাপ্রুভ করল Pfizer Vaccines.

Jai Bhim Mukhyamantri Pratibha Vikas Yojana লঞ্চ করল দিল্লি সরকার।

  • এই যোজনায় ২০২১ সালে সংরক্ষিত ক্যাটিগরির ১৫ হাজার মেধাবী ছাত্র-ছাত্রী চাকরির পরীক্ষার কোচিং এর সুবিধা পাবে।

◾সম্প্রতি কোন টেক কোম্পানী চায়না থেকে তাদের সব সার্ভিস বন্ধ করে দিল - Yahoo.

  • Yahoo হেড কোয়ার্টার - ক্যালিফোর্নিয়া
  • প্রতিষ্টতা - Jerry Yang, David Filo

◾সম্প্রতি লোকাল ব্যবসা কে মজবুত করতে Rural Development Ministry কোন ই কমার্স সংস্থার সাথে চুক্তি বদ্ধ হল - Flipkart

  • Flipkart এর CEO - কল্যান কৃষ্ণমুর্তি।
  • সদরদপ্তর - ব্যাঙ্গালুরু।
  • প্রতিষ্টাতা - Sachin Bansal এবং Binny Bansal.

◾অক্সফোর্ড ইংলিশ ডিকসনারি ২০২১ 'Word Of The Year' নির্বাচিত হল 'Vax' শব্দটি।

Uttam Beej Portal লঞ্চ করল কোন রাজ্য সরকার - হরিয়ানা।