ডেইলি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স - ০৪ নভেম্বর ২০২১

 ◾ FICCI ( Federation Of Indian Chambers Of Commerce & Industry)  এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন Arun Chawla.

◾ মার্কিন যুক্ত রাস্ট্রের জর্জিয়া রাজ্য ভারতের কন্নড় ভাষা কে 'রাজ্যেৎসব দিবস' হিসেবে পালন করেছে।

◾ সম্প্রতি সংবাদ শিরোনামে আসা ব্যক্তিত্ব 'Sitting Bull' কোন দেশের নেতা - আমেরিকা।

  • আমেরিকার রাস্ট্রপতি - জো বাইডেন।
  • রাজধানী - ওয়াশিংটন ডি.সি 
  • মুদ্রা - ডলার

'National Fund to Control Drug Abuse' কোন মন্ত্রনালয়ের সাথে যুক্ত - Ministry Of Social Justice And Empowerment.

'Operation Red Rose' নামে অবৈধ মদ বিরোধী অভিযান, কোন রাজ্যে বাস্তবায়িত হয়েছে - পাঞ্জাব।

◾জাতিসংঘের সাধরন পরিষদ ২০২১ সালকে কি হিসেবে নির্ধারন করেছে - International Year Of Fruits & Vegetables 

'Bangabandhu Sambad Kendra' কোন শহরে উদ্বোধন হল - কলকাতা।

'Changing Wealth Of Nations 2021' রিপোর্ট প্রকাশ করেছে কোন অর্গানাইজেশন - World Bank

◾ভারতীয় জাতীয় ক্রিকেট দলের কোচ নির্বাচিত হলেন প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড়। 

◾সম্প্রতি সংবাদ শিরোনামে আসা, Cook Strait কোন দেশে অবস্থিত - নিউজিল্যান্ড।