◾সম্প্রতি মহাত্মা গান্ধীর নামে কয়েন প্রকাশ করল কোন দেশ - ইউনাইটেড কিংডম।
- কয়েন টি সোনা ও রুপোর তৈরী।
- কয়েনটির ডিজাইনার - Heena Glover
- ইংল্যন্ডের প্রধানমন্ত্রী - বরিস জনসন।
◾সম্প্রতি সরকারের অধীনে ব্যবসার জন্যে 'Agency Bank' হিসেবে Bandhan Bank কে নিযুক্ত করল RBI
- বন্ধন ব্যাঙ্কে MD & CEO - চন্দ্র শেখর ঘোষ।
- সদরদপ্তর- কলকাতা।
◾Russian Film Festival In India এর অ্যাম্বাসাডার পদে নিযুক্ত হলেন Imtiaz Ali.
◾সম্প্রতি সংবাদ শিরোনামে আসা 'SAAW' ফ্লাইট পরীক্ষা করেছে DRDO এবং IAF মিলিত ভাবে।
- DRDO এর সদরদপ্তর- নতুন দিল্লি।
- চেয়ারম্যান - Dr. G Satheesh Reddy
- প্রতিষ্টিত - ১৯৫৮
◾বিশ্বের প্রথম Earth Science Satellite লঞ্চ করল চায়না।
- স্যাটেলাইট দুটির নাম - Guangmu -1 ও SDGSAT - 1
◾'An Economist at Home And Abroad : A Personal Journey' নতুন প্রকাশিত বইটি লিখেছেন - Dr Shankar Acharya.
◾'The Cinema Of Satyajit Ray' নতুন প্রকাশিত বইটি লিখেছেন - ভাস্কর চট্টোপাধ্যায়।
◾সম্প্রতি Janasevaka স্কিম লঞ্চ করেছে কর্নাটক সরকার।
- কর্নাটকের মুখ্যমন্ত্রী- Basavaraj S Bommai
- রাজ্যপাল - Thawar Chand Gehlot
◾'Security Dialouge On Afganisthan' আয়োজন করছে ভারত।
- Dialouge টি ১০ নভেম্বর তারিখে আয়োজিত হবে।
◾সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন Asgar Afghan কোন দেশের ক্রিকেটার - আফগানিস্তান।