◾Tenzing Norgay National Award 2021 পেল দুই ভারতীয় আর্মি অফিসার - Lt Colonel Servesh Dhadwal এবং Colonel Amit Bisht.
◾Eastern West Khasi Hills District - নতুন জেলা তৈরী হল কোন রাজ্যে - মেঘালয়ে।
- মেঘালয়ের মুখ্যমন্ত্রী- Cornad Sangma
- রাজ্যপাল- সত্যপাল মালিক।
- রাজধানী - শিলং
◾সম্প্রতি প্রয়াত হলেন দ্রোনাচার্য পুরস্কার প্রাপ্ত ক্রিকেট কোচ তারক সিনহা।
◾National Cancer Awareness Day পালিত হল ৭ নভেম্বর তারিখে।
- ২০১৪ সালে প্রথম এই দিবস পালন করা হয়।
- Madame Curie এর বার্থডে অ্যানিভার্সারি দিনে এই দিবস পালন করা হয়।
◾সম্প্রতি কোন সরকার প্রাইভেট চাকরিতে স্থানীয় ৭৫% কর্মী নিতে হবে, এই নতুন আইন পাশ করল - হরিয়ানা সরকার।
◾India - France Strategic Dialogue 2021 কোথায় অনুষ্টিত হবে - প্যারিসে।
◾সম্প্রতি কোন রাজ্য ছট পূজোয় অফিসিয়াল ছুটি ঘোষনা করল - দিল্লি সরকার।
দিল্লির মুখ্যমন্ত্রী- অরবিন্দ কেজরিওয়াল।
◾ইজরায়েলের Blue Flag Exercise 2021 এ ভারতের কোন এয়ার ক্রাফ্ট অংশগ্রহন করবে - IAF Mirage 2000s
- IAF এর সদরদপ্তর- দিল্লি।
- Chief Of IAF - Air Chief Marsal Vivek Ram Chaudhari.
- Chief Of Defence Staff - General Bipin Rawat.