ডেইলি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স - ১৬ নভেম্বর ২০২১

 ◾National Press Day 2021 পালিত হল ১৬ নভেম্বর তারিখে।

  • এবছরের থিম - 'Who is not Afraid Of Media?'

S-400 মিসাইল ভারত কোন দেশ থেকে কিনছে - রাশিয়া।

SITMEX21 সামুদ্রিক এক্সারসাইজ অনুষ্টিত হল আন্দামান সাগরে। 

  • এটি 3rd এডিশন এক্সারসাইজ।
  • ভারত, থাইল্যান্ড ও সিঙ্গাপুরের নেভি এই মহড়া তে অংশগ্রহন করে।

◾সম্প্রতি কোন এক্সপ্রেসওয়ে এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী - পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে।

  • এই হাইওয়ে টি লখনও ও গাজিপুর কে যুক্ত করেছে।
  • এই এক্সপ্রেসওয়ে সে Indian Air Force এর ফাইটার জেট ইমার্জেন্সী নামতে পারবে।

International Day For Tolerance  অনুষ্টিত হয় প্রতি বছর ১৬ নভেম্বর তারিখে।

◾এই প্রথম 'Audit Diwas' পালিত হল ১৬ নভেম্বর তারিখে।

◾সম্প্রতি কোন শহরে  ডেভেলপমেন্ট এর জন্যে Asian Development Bank থেকে $61 Million Loan  নিল কেন্দ্র সরকার - আগরতলা।

  • ত্রিপুরার রাজধানী - আগরতলা।
  • মুখ্যমন্ত্রী- বিপ্লব কুমার দেব।
  • রাজ্যপাল - Satyadev Narayan Arya.

India's First 'Grass Conservatory' লঞ্চ করল উত্তরাখন্ডের বন দপ্তর।

'Nutrition Smart Village' Initiative লঞ্চ করল কোন কেন্দ্রীয় মন্ত্রনালয় - Ministry Of Agriculture And Farmers Welfare.

International Children's Peace Prize 2021 পেল দুই ভারতীয় Vihaan Agarwal এবং Nav Agarwal.

ICC Hall Of Fame সন্মান পেল মহেলা জয়বর্ধনে, শন পোলক ও Jentte Brittin.